গাছের উপর তিন বিষধর কালো কোবরা একে অপরকে জড়িয়ে ফনা তুলছে, বিদ্যুৎ গতিতে ভাইরাল ছবি

সাপ যতই ভীতুর শ্রেণীর প্রাণী হোক না কেন, মানুষ সাপকে বড়ই ভয় পায়। সাপ দেখলে এটা ভেবেও দেখেনা সেই সাপ বিষাক্ত নাকি বিষহীন। রিসার্চে এমন জিনিসও প্রমাণিত হয়েছে যে সাপ ছোবল মারলে অধিকাংশ ক্ষেত্রে মানুষ হার্ট এটাকে মারা যায়। সেই মানুষ যখন তিন তিনটে গোখরা সাপকে একসাথে সামনে দেখে, তার অবস্থা ঠিক কেমন হতে পারে? কিন্তু নিজের ভয়কে জয় করে সম্প্রতি এমনই একটি দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এক ব্যক্তি।

ছবিটিতে দেখা যাচ্ছে, তিনটি গোখরা সাপ একসঙ্গে ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে। ভয়ানক এই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সাথে সাথে ঝড়ের মতো শেয়ার হতে থাকে। সেই পরিমাণে আসতে থাকে কমেন্ট‌। ভিডিওটি আপলোড করেছেন সুশান্ত নন্দ নামক একজন IFS অফিসার। তিনি নিজের টুইটারে এই ছবিটি টুইট করেন।

সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু সময় ভাইরাল হয় নানা ধরনের ভিডিও। কখনো নাচ গানের ভিডিও, কখনোবা নানা রকম পশু পাখির ভিডিও। আর এই সমস্ত ভিডিও ঝড়ের মতো পৌঁছে যায় মানুষের মুঠোফোনে। গোখরা সাপের ছবিটিও একইভাবে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।