শান্তকে অনুরোধ বিসিবির! বাংলাদেশ ক্রিকেট টি এবারে বিশ্বের দরবারে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে

ছিলেন হোল্ডে। সেখান থেকে সোজা বিজয়ী। ময়ূরী, আরাত্রিকা, সাঁই সহ সকলকে ছাপিয়ে গিয়ে এবারের সারেগামাপার বিজয়ীর মুকুট উঠেছে তাঁর মাথায়। কিন্তু তারপরও পড়তে হয়েছে বিস্তর কটাক্ষের মুখে। এবার জবাব দিলেন দেয়াশিনী রায়।এদিন আজকালকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেয়াশিনী জানান সারেগামাপার হাত ধরে তিনি যেমন খ্যাতি পেয়েছেন, পরিচিতি বেড়েছে তাঁর, তেমন ভাবেই প্রচুর নেতিবাচক মন্তব্য পাচ্ছেন।

টাকা দিয়ে জিতেছেন বলেও খোঁচা শুনতে হচ্ছে। যদিও তিনি জবাবে জানিয়ে দিয়েছেন তাঁর পরিবারের অত টাকা নেই যে টাকা দিয়ে জয় ছিনিয়ে নেবেন। কিন্তু এই কথাগুলো তাঁর মনে প্রভাব ফেলছে।দেয়াশিনী আরও জানিয়ে দেন অনেক সময় এক খ্যাতি, পরিচিতি মাথা ঘুরিয়ে দেয়। কিন্তু তাঁর সেটা হয়নি। তিনি নিজেকে ধরে রেখেছেন। আরও নতুন জিনিস শিখছেন।

তাই অনেকেই রিয়েলিটি শো জেতার পর যেমন হারিয়ে যান তাঁর ক্ষেত্রে সেটা হবে না বলেই তাঁর বিশ্বাস। বরং এবার মঞ্চে তিনি ধামাকা করবেন বলেই জানিয়েছেন।ইতিমধ্যেই প্লেব্যাক সেরে ফেলেছেন আরাত্রিকা সিনহা, এবারের সারেগামাপার অন্যতম ফাইনালিস্ট। সেখানে বিজয়ী দেয়াশিনী রায়ের কাছে কি এমন কোনও অফার এসেছে?

এই বিষয়ে তিনি জানান, ‘ অ্যালবামের আসার এসেছে। এখনও প্লেব্যাকের কোনও অফার পাইনি।’ মুম্বইয়ের সঙ্গীত পরিচালকদের সঙ্গেও তাঁর কথা হচ্ছে হলে জানান। তবে আরাত্রিকার সঙ্গে তাঁর কোনও প্রতিযোগিতা নেই বলেও এদিন তিনি স্পষ্ট করে দেন। বরং এই সময়টাকে তিনি স্ট্রাগল বলেই দেখতে চাইবেন।

প্রসঙ্গত এবারের সারেগামাপায় বড়দের মধ্যে বিজয়ী হন দেয়াশিনী রায়। ছোটদের মধ্যে সেরার মুকুট ওঠে অতনুর মাথায়। অন্যদিকে বাঁকুড়ার মেয়ে আরাত্রিকা সিনহা পান কালিকাপ্রসাদ সম্মান।

সব মিলি আইপিএল ২০২৫ এর প্রথম ম্যাচে জয়লাভ করে নিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।