সদ্যই মুক্তি পেয়েছে বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত আসন্ন ছবি দুর্গাপুর জংশন ছবির প্রথম গান সায়ানাইড। আর সেই মুক্তির ইভেন্টে এদিন একসঙ্গে দেখা মিলল অভিনেতা আর গায়কের। কিন্তু একি! গানের লঞ্চ ইভেন্টে যে গায়ককেই গানে গানে টক্কর দিলেন অভিনেতা। ভাবছেন কী ঘটেছে? এদিন বিক্রম এবং রূপম একসঙ্গে ফসিলসের গান গেয়ে শোনান।
এদিন এন্টারটেইনমেন্ট বাংলার তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক মঞ্চে একসঙ্গে দাঁড়িয়ে আছেন রূপম ইসলাম এবং বিক্রম চট্টোপাধ্যায়। দুজনকেই এদিন অল ব্ল্যাক লুকে দেখা গেল। শুধু তাই নয়, দুজন মিলে একসঙ্গে গাইছেন ফসিলসের জনপ্রিয় গান নেমেসিস।কোনও কোনও জায়গায় তো গায়ক নিজে থেমে গিয়ে অভিনেতাকে গাওয়ার সুযোগ করে দিলেন। তাঁদের এই জমাটি ক্রসওভার দেখে মুগ্ধ নেটপাড়াও।
এই বিষয়ে বলে রাখা ভালো, বিক্রম যে অভিনয়ের পাশাপাশি ভালো গানও গান সেটা শহরের উষ্ণতম দিনে ছবিটি মুক্তি পাওয়ার পর সেই ছবির গান রাতের কাছের রিপ্রাইজ ভার্সন প্রকাশ্যে এনে বুঝিয়ে দিয়েছিলেন। এদিন আবারও তার প্রমাণ পাওয়া গেল।এদিন এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সোহিনী সরকার প্রশংসা করেছেন তাঁদের এই ডুয়েট গানের। এছাড়া এই দুই তারকার বহু অনুরাগীরাই তারিফ করেছেন। প্রশংসায় ভরিয়েছেন কমেন্ট বক্স।
পরিচালক অরিন্দম ভট্টাচার্যের হাত ধরে আসতে চলেছে ‘দুর্গাপুর জংশন’। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়কে। তাঁদের সঙ্গে রয়েছেন বলিউড অভিনেত্রী একাবলী খান্না।থাকছেন, রাজদীপ সরকার ও প্রদীপ ধরও। অ্যাকশন ও রহস্যে ভরপুর হবে যে এই ছবি সেটা বলার অপেক্ষা রাখে না।
২৫ এপ্রিল আসতে চলেছে এই ছবি। ‘দুর্গাপুর জংশন’-এর হাত ধরে প্রায় ৮ বছর পর ফিরছে স্বস্তিকা ও বিক্রম জুটি। ২০১৬তে ‘সাহেব-বিবি-গোলাম’-এর পর এই প্রথম জুটি বাঁধতে চলেছেন তাঁরা।এই নিয়ে কোন সন্দেহ নেই যে বুমরাহ ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা বোলার। আর এই মুহূর্তে ভারতীয় দলে বুমরা ছাড়া গতি নেই। তাকে ছাড়া যে ভারত কোন টেস্ট ম্যাচে জিততে পারবে না এটা বলাই যায়, অন্তত বিদেশের মাটিতে তাকে ছাড়া টিম ইন্ডিয়া এই মুহূর্তে অচল।। আর এবার ইংল্যান্ড সিরিজ নিয়ে দুঃসংবাদ দিলেন বুমরাহ !
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্টেই খেলেছিলেন বুমরাহ। কিন্তু শেষ টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন। যে চোটের কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। আইপিএলেও শুরুর দিকে খেলানো হয়নি বুমরাহকে। চোট সারিয়ে মাঠে ফিরলেও টানা পাঁচটি টেস্ট খেলার ধকল তাঁর পক্ষে নেওয়া সম্ভব নয়। সেই কারণেই ইংল্যান্ডে তিনটির বেশি টেস্ট বুমরাহ খেলতে চাইছেন না বলে জানা গিয়েছে।অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছিলেন বুমরাহ। প্রথম এবং শেষ টেস্টে রোহিত শর্মা না খেলায় দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।