৬৬৬৬৬৬ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেন স্টোকস ব্যাট হাতে তান্ডব চালিয়ে ইতিহাস গড়লেন !

বিশ্বকাপ (World Cup 2023) শুরু হতে আর খুব একটা বেশিদিন বাকি নেই। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপটি। অংশগ্রহণকারী দলগুলিও বিশ্বকাপের জন্য প্রস্তুত। ইতিমধ্যেই বিশ্বকাপ নিয়ে অনেকেই নিজের নিজের মতামত পোষণ করেছেন। অনেক কিংবদন্তী ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা রয়েছেন সেই তালিকায়।কেউ বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন, কেউ আবার বিশ্বকাপ জয়ীকে, অনেকে আবার কোন ব্যাটসম্যান সর্বাধিক রান করবেন, কোন বোলার সবচেয়ে বেশি উইকেট নেবেন, কে প্লেয়ার অফ দ্যা সিরিজ হবেন! এরকম নানা প্রশ্ন উত্তর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এবার এমনই এক ভবিষ্যতবাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান তথা ২০১১ এর ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

গম্ভীরকে স্টারস্পোর্টসের একটি শো তে প্রশ্ন করা হয়েছিল, ২০২৩ বিশ্বকাপে কোন ব্যাটসম্যান ব্যাট হাতে আগুন ঝড়াতে পারেন। তার জবাবে গম্ভীর যে উত্তরটি দিয়েছেন, তা সকল ভারতীয়দের মতামতের অনুসারে ভিন্ন। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) কিংবা স্টিভ স্মিথ (Steve Smith), ডেভিড ওয়ার্নার (David Warner), জো রুট (Joe Root) এবং কেন উইলিয়ামসনের (Kane Williamson) নাম উপেক্ষা করে তিনি এক বাংলাদেশী ব্যাটসম্যানের নাম করেছেন।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে বেছে নিয়েছেন এই বিশ্বকাপের সম্ভাব্য সেরা ক্রিকেটার হিসাবে বেছে নিয়েছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিনি জানাচ্ছেন যে সাকিব আল হাসান ব্যাংক এবং বল সব দিক দিয়েই এবার বিশ্বকাপে চরম ফর্মে থাকবে তবে ব্যাট হাতে তাকে জীবনের সবথেকে সেরা ছন্দে দেখা যাবে এবারের বিশ্বকাপে, এমনটাই মনে করছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার গৌতম গম্ভীর।

গম্ভীর স্টারস্পোর্টসের শো তে বলেছেন, “আমি মনে করি সাকিবের কাছে সব ধরনের গুণাগুণ রয়েছে, ও এই বিশ্বকাপে আগুন লাগিয়ে দিতে পারে। অনেক কম বারই আমি এই ধরনের ক্রিকেটারকে দেখেছি, যার কাছে ব্যাটিংয়ের জন্য এত সময়। আমার কথা হচ্ছে অবশ্যই রোহিত শর্মা, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বাবর আজম, জো রুট রয়েছে কিন্তু সাকিবের কাছে আলাদা দক্ষতা রয়েছে।”

এর পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে বিশ্বকাপে সাকিবের অনবদ্য পারফরমেন্স বাংলাদেশ দলকে একটা ভালো পজিশনে রাখবে, সেমিফাইনালে বাংলাদেশ দলের যাওয়ার তীব্র সম্ভাবনা দেখছেন গৌতম গম্ভীর যেখানে তামিম ইকবাল সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো ফর্মে ফিরেছে। পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সব মিলিয়ে বিশ্বকাপে বাংলাদেশ যে চরম শক্তিশালী দল নিয়ে যাচ্ছে এটা পরিষ্কার।