বিপিএলে যে দলের হয়ে খেলার নাম ঘোষণা দিলেন ইমাদ ওয়াসিম..

বেশ কয়েকজন তারকাকে দলে ভেড়ানো সিলেট এবার ডিরেক্ট সাইনিংয়ে দলভুক্ত করেছে পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে। এ নিয়ে দলটিতে পাকিস্তানি ক্রিকেটারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ এ। এর আগে ডিরেক্ট সাইনিংয়ে মোহাম্মদ আমির ও মোহাম্মদ হারিসকে দলে টেনেছে সিলেট।সেখানে প্রথমেই সিলেট বাগিয়ে নেয় জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে। এরপর একে একে দলে নেওয়া হয় নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, রুবেল হোসেনের মতো জাতীয় দলের ক্রিকেটারদের।

ড্রাফটের আগেই মাশরাফি বিন মুর্তজার সাথে সরাসরি চুক্তি করা দলটি স্কোয়াডে ভেড়ায় রায়ান বার্ল, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা ও কলিন আকারম্যানকে। সেরা দল গঠনের জন্য চেষ্টার যে কমতি নেই, তা আরও স্পষ্ট হয় প্লেয়ার্স ড্রাফটে। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশের যে দলটা, সেই দলের ৩ ক্রিকেটার আছেন সিলেটের স্কোয়াডে। তারা হলেন- যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী, তৌহিদ হৃদয় ও সিলেটের লোকাল বয় তানজিম হাসান সাকিব।

এছাড়া দলে নেওয়া হয়েছে আরেক সিলেটি ক্রিকেটার জাকির হাসানকে, যিনি সম্প্রতি অভিষেক ঘটিয়েছেন টেস্টে। নাজমুল ইসলাম অপু বিপিএলে বরাবরই দুর্দান্ত, তাকেও নেওয়া হয়েছে দলে। এছাড়া মোহাম্মদ শরিফুল্লাহ ছাড়াও বিদেশিদের মধ্যে নতুন করে দলে নেওয়া হয় ইংল্যান্ডের টম মুরস ও আফগানিস্তানের গুলবাদিন নাইবকে। এই তালিকা আরও বড় হল ইমাদ ওয়াসিমকে ভিড়িয়ে।

দেশি খেলোয়াড় : মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, মোহাম্মদ শরীফউল্লাহ ও তানজিম হাসান সাকিব।

বিদেশি খেলোয়াড় : মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কলিন আকারম্যান, রায়ান বার্ল, টম মুরস, ইমাদ ওয়াসিম ও গুলবাদিন নাইব।