PSL প্লেয়ার্স ড্রাফটের গোল্ড ও সিলভার ক্যাটাগরিতে ২৪ বাংলাদেশি ক্রিকেটার! দেখে নিন লিস্ট

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম সংস্করণের জন্য গোল্ড ও সিলভার বিভাগে বাছাইয়ের জন্য যোগ্য আন্তর্জাতিক খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। যেখানে দেখা মিলেছে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের নাম।বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা অভিজ্ঞ ওপেনার লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়ের সঙ্গে লিস্টে নাম এসেছে বেশ কিছু তরুণ ক্রিকেটারের।বিদেশী খেলোয়াড়দের গোল্ড ক্যাটাগরির লিস্টে মোট ৭ জন ক্রিকেটারের নাম।

আর সিলভার ক্যাটাগরিতে জায়গা হয়েছে ১৭ ক্রিকেটারের। এখানে বড় তারকাদের মধ্যে আছে সৌম্য, সাব্বির, বিজয়, আফিফ, শরিফুল, রুবেলরা।গোল্ড ক্যাটাগরি-লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, মুনিম শাহরিয়ার, ইমরুল কায়েস, এবাদত হোসেন, খালেদ আহমেদ, জিয়াউর রহমান।

সিলভার ক্যাটাগরি-আফিফ হোসেন, আবু সায়েম, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, জুবায়ের হোসেন, জুনায়েদ সিদ্দিকী, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মনির হোসেন, নাদিফ চৌধুরী, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ, রুয়েল মিয়া, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সৌম্য সরকার।

অষ্টম সংস্করণের প্লেয়ার্স ড্রাফট করাচিতে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি তার স্বাভাবিক স্লটে অনুষ্ঠিত হবে; ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চের মধ্যে। করাচি, মুলতান, রাওয়ালপিন্ডি এবং লাহোরে অনুষ্ঠিত হবে এবারের পিএসএল। উদ্বোধনী অনুষ্ঠান হবে মুলতানে, প্লে অফ এবং ফাইনাল হবে লাহোরে।

সব মিলিয়ে বাংলাদেশী ক্রিকেটাররা যে বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে উন্নতি করছে এই বিষয়টা পরিষ্কার।