সৌদি আরবের ক্লাবেই চুক্তিবদ্ধ হতে চলেছেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। জানা গিয়েছে, সবমিলিয়ে সাত বছরের চুক্তি সই করবেন তিনি। এর মধ্যে আড়াই বছর ফুটবলার হিসাবে ক্লাবের হয়ে খেলবেন তিনি। তারপর ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া হবে সি আর সেভেনকে। বার্ষিক ১৭ কোটি ৫০ লক্ষ পাউন্ডের চুক্তি হবে দুই পক্ষের মধ্যে। ভারতীয় মুদ্রায় ১৭ হাজার কোটি টাকা পেতে চলেছেন রোনাল্ডো। সরকারিভাবে কোনও ঘোষণা না হলেও সূত্র মারফত জানা গিয়েছে, চুক্তিতে রাজি হয়ে গিয়েছেন রোনাল্ডো।
জানা গিয়েছে, ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করতে বেশ আগ্রহী সৌদি আরব। মিশর ও গ্রিসের সঙ্গে তারাও বিশ্বকাপ আয়োজনের দাবি জানাতে চায়। সেদেশের নামকরা ক্লাবের সঙ্গে যদি রোনাল্ডোর মতো আইকনের যোগ থাকে, তাহলে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা যাবে, এমনটাই মনে করেন সৌদি ফুটবল কর্তারা। শুধু ফুটবলার হিসাবে নয়, আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় সিআর সেভেনকে দেখতে চাইছে সৌদি আরব। তাই বিপুল অর্থের বিনিময়ে হলেও পর্তুগিজ তারকাকে পেতে মরিয়া আল নাসের (Al Nassr), এমনটাই দাবি করেছে স্প্যানিশ সংবাদপত্র মারকা।
যদিও এই ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন রোনাল্ডো। বিশ্বকাপের মধ্যেই উত্তরে রোনাল্ডো পরিষ্কার জানিয়েছিলেন, “না। এটা একেবারে রটনা। এরকম কোনও ঘটনা ঘটেনি।” তবে মেনে নেন, আল নাসেরের তরফ থেকে তাঁকে বিপুল অঙ্কের অফার দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাবে সাড়া দেবেন কিনা, তা নিয়ে অবশ্য কিছুই বলেননি রোনাল্ডো। আগামী দিনে এই চুক্তি বাস্তবায়িত হবে না, সেকথাও জোর দিয়ে বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, ম্যান ইউ ছেড়ে বেরিয়ে আসার পরে চেলসি, নিউক্যাসল ইউনাইটেডের মতো ক্লাবগুলি রোনাল্ডোকে দলে নিতে চেয়েছিল। শোনা গিয়েছিল, চেলসির প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করছেন রোনাল্ডো। বিশ্বকাপ শেষ হলেই ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাবে সই করতে পারেন তিনি, এমনটাও শোনা গিয়েছিল। ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরে যাবেন বলেও গুঞ্জন ছড়িয়েছিল ফুটবল মহলে। তবে আল নাসেরে যাচ্ছেন রোনাল্ডো, এই বিষয়ে কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল ফুটবল মহল।