সম্পূর্ণ হয়েছে এশিয়া কাপ কিন্তু এশিয়া কাপে বিন্দুমাত্র মনের মত রেজাল্ট পাইনি পাকিস্তানের দল প্রথমত তারা ভারতীয় দলকে পরাজিত করতে পারেনি যেটা পাকিস্তানের কাছে এশিয়া কাপ জেতার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আবার তার পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে ফাইনালে আবার ভারতের সাথে খেলে তাদেরকে হারানোর যে পরিকল্পনা ছিল বাবর আজমদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং শ্রীলংকার বিরুদ্ধে পরাজিত হয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। আর তারপরে বেশ কিছু পরিবর্তনের কথা ভাবছে পাকিস্তান।
শ্রীলংকার কাছে পরাজয়ের পর পাকিস্তান ড্রেসিংরুমে ঘটে যায় বেশ কিছু ঘটনা যেখানে তর্কাতর্কির মধ্যে জড়িয়ে পড়েন বাবর আজম এবং দলের মেন বোলার শাহিন আফ্রিদি, আবার তাদের মধ্যে হওয়া এই তর্কাতর্কি এবং তুমুল আলোচনার বিষয়টি ফাঁস করেছেন ইমাম উল হক যার কারণে তার বিরুদ্ধে হচ্ছে তদন্ত এমনকি ধরা পড়লে তার উপরেও শাস্তির খাঁড়া ঝুলছে। এর পাশাপাশি নাসিম শাহ চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারবে না এমন সম্ভাবনা তৈরি হয়েছে যার ফলে দলে ফিরতে পারেন মোঃ আমির। তবে সব থেকে বড় যে পরিবর্তন হতে চলেছে সেটা হল সাদাব খানের বদল।
বিগত একটা লম্বার সময় ধরে সাদাব খান পাকিস্তান দলকে খুব ভালো সার্ভিস দিয়েছে এবং বিভিন্ন ম্যাচে ব্যাটিং বোলিং অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ জিতেছে পাকিস্তানকে। কিন্তু সম্প্রতি তার ফর্ম খুব একটা ভালো নেই এমনকি এশিয়া কাপেও ব্যাট বল কোন কিছুতেই সেরকম ভাবে ছাপ ফেলতে পারেনি শাদাব খান। এমনকি ভারতের বিরুদ্ধে ম্যাচটিতে তিনি রোহিত শর্মার বিরুদ্ধে কখনো শট পিচ কখনো ফুলটস কখনো হাফ বলি বল করে গেছেন, যা প্রশ্ন তুলছে তার ফর্মের উপর। যার কারণে এবার তাকে পরিবর্তন করার কথা ভাবছে পাকিস্তান।
পাকিস্তান দলের অন্যতম সেরা অলরাউন্ডার শাদাব খানকে পরিবর্তন করে তার জায়গায় এবার পাকিস্তান দলে আব্রার আহমেদকে খেলানোর সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি টেস্ট ক্রিকেটে অনেক ভালো করেছেন তবে ওয়ানডে ক্রিকেটে এখনও তার অনেক শেখা বাকি রয়েছে। তিনি সাদাবের থেকে পিছিয়ে তবে ফর্মে না থাকা সাদাবকে দলের মধ্যে রাখার কোন লজিক দেখছে না পাকিস্তান ম্যানেজমেন্ট।
সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট দল এখন চোট সমস্যায় জর্জরিত, তাই বিশ্বকাপে যাওয়ার আগে কনফিডেন্স এর অভাব বেশ কিছুটা রয়েছে পাকিস্তান দলের।