ব্যাট হাতে তান্ডব, বল হাতেও আগুন! গ্লোবাল T২০-র প্রথম ম্যাচেই ইতিহাস গড়লেন সাকিব আল হাসান!

প্রথমবারের মতো কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে শুরুতেই চমক দেখিয়েছেন সাকিব আল হাসান। নিজের দল মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে প্রথমবার মাঠে নেমেই অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ব্যাট ও বলে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যাচ জিতেছে মন্ট্রিয়েল।শুক্রবার (২১ জুলাই) রাতে লিটন দাসের দল সারে জাগুয়ার্সের মুখোমুখি হয় সাকিবের মন্ট্রিয়েল টাইগার্স। শুরুতে বল করে লিটনদের মাত্র ১৩৬ রানে আটকে দেয় মন্ট্রিয়েল। আর বোলিংয়ে এই দুর্দান্ত সাফল্যের অন্যতম নায়ক সাকিব।

১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।ম্যাচে মন্ট্রিয়েলের হয়ে সবচেয়ে বেশি উইকেট সাকিবের। দুটো উইকেট নিয়ে তার পরে পাকিস্তানের আব্বাস আফ্রিদি। ইকোনমির দিক থেকেও সবার চেয়ে এগিয়ে সাকিব। ৪ ওভার বল করে সাড়ে চার ইকোনমিতে ১৮ রান দিয়েছেন টাইগার অলরাউন্ডার। এরপর আবার ব্যাট হাতেও বড় অবদান বাঁহাতি অলরাউন্ডারের। ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মন্ট্রিয়েলকে ব্যাট হাতেও উড়ন্ত সূচনা এনে দেন সাকিব।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ২০০ স্ট্রাইকরেটে ২৬ রান করেন তিনি, দলের সর্বোচ্চ রান সংগ্রাহকের চেয়ে যা মাত্র ২ রান কম। ব্যাটিং ও বোলিংয়ে এমন পারফর্ম করেও ম্যাচসেরা হতে পারেননি সাকিব। ম্যাচসেরার পুরস্কার গিয়েছে ৩১ বলে ২৮ রান করা কানাডিয়ান ক্রিকেটার দিলপ্রীদ সিংয়ের ঝুলিতে। বল হাতে কোনো অবদান ছিল না দিলপ্রীতের।

এ দিন ওপেনিংয়ে খেলতে নেমে সুবিধা করতে পারেননি লিটন। ১১ বলে মাত্র ৯ রান করে সাকিবের বলে আব্বাস আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে মাঠ ছেড়েছেন তিনি। দলের হয়ে শুরুটা রাঙাতে ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার অ্যালেক্স হেলস। ইংলিশ তারকা মাত্র ১ রান করে আউট হয়েছেন।

তবে প্রতিপক্ষ মন্ট্রিয়েলের জার্সিতে দুর্দান্ত বল করেছেন সাকিব। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি উইকেট। তাতে অল্পতেই শেষ হয় সারের ইনিংস। দলটি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান করে।