এই বছর আয় খুব ভাল হবে। ব্যয় খুব বেশি হবে না, বছরের মাঝামাঝি সময়ে কিছু ঋণ করতে হতে পারে। তবে ওই ঋণ সহজেই পরিশোধ করা যাবে।শরীর ভাল না-ও থাকতে পারে। সুগার, প্রেশার ও পেটের রোগে ভোগার আশঙ্কা রয়েছে। কোনও অকালমৃত্যু যোগ নেই। ভাই-বোনদের সঙ্গে মতবিরোধের যোগ প্রবল। তবে বিচ্ছেদ হবে না। ভাই-বোনদের স্বাস্থ্যের অবনতির আশঙ্কা আছে। বন্ধুদের সাহায্য তেমন পাওয়া যাবে না। নিজের এবং ছেলে-মেয়েদের লেখাপড়া ও পরীক্ষার ফল আশানুরূপ হবে। একটি সন্তানের বিয়ের ব্যাপারে উদ্বেগ বাড়বে। ছেলে-মেয়েদের আচরণ ভাল থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে না।
তাঁদের, বিশেষত মাতার জীবনহানি ঘটতে পারে। তাঁদের সঙ্গে মতানৈক্য ও সামান্য মনোমালিন্যের আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। তবে বিচ্ছেদের কোনও আশঙ্কা নেই। স্ত্রীর ভাগ্যে এ বছর ধনসম্পদ লাভ অসম্ভব নয়। কাজের প্রয়োজনে সপত্নীক বিদেশগমন সম্ভব। শত্রু থাকবে। বিশেষ করে কর্মক্ষেত্রে শত্রুরা ক্ষতির চেষ্টা করবে। গুপ্রশত্রু সম্বন্ধে সাবধান। ধর্মভাব অশুভ নয়। ধর্মাচরণে মতি থাকবে। হতাশা কাটিয়ে জপ-ধ্যানে মন দিলে অনেক উন্নতি হবে।
সম্পদ ৪/৫আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। খরচ বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় একটু কম হতে পারে।
পরিবার ১/৫পরিবারে সকলের সঙ্গে অশান্তি হতে পারে। বাবার সঙ্গে সামান্য কারণে বড় বিবাদ বাধতে পারে।
সম্পর্ক ৩/৫কোনও শত্রুর জন্য সম্পর্ক নষ্ট হতে পারে। বাড়িতে একটু বুঝে চলতে হবে, বছরের মধ্যভাগে বিবাদ বাধার আশঙ্কা।
পেশা ১/৫জীবিকা নিয়ে চিন্তা বাড়তে পারে। ব্যবসায় চাপ বাড়বে। চাকরির স্থানে বিবাদ বাধতে পারে।
[…] ধনু রাশি […]