ধনভাব শুভ। এ বছর আয় অনেক বাড়বে, ব্যয় হবে কম, সঞ্চয় হবে ভালই। কর্মে উন্নতিলাভ যোগ আছে। কর্মক্ষেত্রে ও খেলাধুলায় কৃতিত্ব দেখাতে পারেন। দু-এক বার শরীর খারাপ হওয়া অসম্ভব নয়। সামান্য আঘাত লাগার যোগ আছে। মন থেকে দুশ্চিন্তা-উদ্বেগ ঝেড়ে ফেলার চেষ্টা করা উচিত। লেখাপড়া যথারীতি চলবে। পরীক্ষার ফল ভাল হবে, তবে খুব ভাল না-ও হতে পারে। ভাইবোনেদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। বন্ধুভাব ভাল। কোনও এক ব্রাহ্মণ বন্ধুর কাছ থেকে আশানুরূপ উপকার পাবেন না। অন্য বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে। মাতৃ-পিতৃভাব শুভ।
মাঝেমাঝে মায়ের শরীরে কিছু গোলযোগ দেখা দিতে পারে, তবে তা সাময়িক। অবিবাহিতের বিবাহযোগ রয়েছে। স্ত্রীর স্বাস্থ্যের অবনতি কিংবা তাঁর সঙ্গে মতান্তর-কলহ মনকে ভারাক্রান্ত করতে পারে। সন্তানদের স্বাস্থ্য ভাল থাকবে। তাদের লেখাপড়া ও পরীক্ষার ফল আনন্দের কারণ হবে। শত্রুভাব ভাল নয়। একাধিক শত্রু কর্মক্ষেত্রে ক্ষতির চেষ্টা করবে বলে মনে হয়। এ বছর সদ্গুরুলাভ ও আধ্যাত্মিক উন্নতিলাভের যোগ রয়েছে। ঈশ্বরে বিশ্বাস রেখে চেষ্টা করলে অনেক সুফল পাওয়া যাবে।
সম্পদ ৩/৫ব্যবসায় ভাল আয় হতে পারে। চাকরিতে উন্নতির যোগ থাকলেও বছরের শেষে সমস্যা দেখা দিতে পারে।
পরিবার ২/৫বাড়িতে সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। শেষের দিকে পরিবারে বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
সম্পর্ক ১/৫প্রেমের সম্পর্ক ভাল থাকবে না। দাম্পত্য সম্পর্কে উন্নতি হতে পারে।
পেশা ৪/৫জীবিকার ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে। চাকরির ভাল যোগাযোগ আসতে পারে। ব্যবসায় আরও ভাল ফল পাবেন।