তামিম-সাকিব বিতর্ক এখন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন! কী জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্নে?জানলে অবাক হবেন

বিশ্বকাপের আগে থেকেই বিতর্কটা শুরু হয়েছিল। গত কয়েক মাস ধরেই শাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ঘিরে বাংলাদেশ ক্রিকেটে বিতর্ক চলছে। সেই বিতর্ক বাংলাদেশের ঘরের ঘরে পৌঁছে গিয়েছিল। এবার সেই বিতর্ক উঠে এসে পরীক্ষার প্রশ্নপত্রে। বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে উঠে এসেছে শাকিব আল হাসান এবং তামিম ইকবালের সেই বিতর্কের প্রসঙ্গ। সেটাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, বিশ্বকাপ ক্রিকেটের অনেক আগে থেকেই শাকিব আল হাসান এবং তামিম ইকবালকে বাইশ গজে বিতর্ক শুরু হয়েছিল।

এই দুই সিনিয়র ক্রিকেটারের ‘বিবাদ’ মেটাতে কার্যত হিমশিম খেতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। তবে বিশ্বকাপের পরে এই বিতর্ক অনেকটাই চাপা পড়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে দুজনের নাম নিয়ে একটি প্রশ্ন দেওয়ার পরেই সেই বিতর্ক যেন নতুন করে অক্সিজেন পেয়েছে।

প্রশ্ন পত্রে লেখা ছিল, ‘শাকিব বিসিবির সফট‌ওয়্যার ব্যবহার করেছে। লুকিয়ে তামিমের প্রোফাইল দেখেছে শাকিব। শাকিব খুব চালাক এবং একটি খোঁচা দিয়েছে। তামিমের প্রোফাইলে ঢুকে তামিম সেজে শাকিব নিজেই লিখেছে, ‘আমি বিশ্বকাপ খেলব না।’ তামিমের সঙ্গে বোর্ড সভাপতির যে কথা হয়েছে তাও দেখেছে শাকিব। তামিমের ইউজার নেম বদলে ‘ডটবাবা’ রেখেছে শাকিব। এই ঘটনায় তামিমের প্রোফাইলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।’ কীভাবে এই ধরনের ঘটনা এড়ানো যাবে?

ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রশ্নপত্রে এই নিয়ে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। সেখানে পরীক্ষার্থীদের, শাকিবের সঙ্গে তামিমের সম্পর্ক এবং তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকা উল্লেখ করে উত্তর দিতে বলা হয়েছে। তাতে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার মতোই একটি সমস্যার কারণ খুঁজতে বলা হয়েছে। এরপরেই বিতর্কে যেন আগুন লেগ যায়।

তামিম ইকবালকে বাদ দিয়েই বিশ্বকাপ ক্রিকেট দলের টিম গঠন করে বাংলাদেশ। শাকিবের নেতৃত্বে বিশ্বকাপের দল গঠন করেছিল বাংলাদেশ। অনেকের মত, শাকিবের ইচ্ছাতেই সেই টিমে জায়গা দেওয়া হয়নি তামিমকে। এদিকে, বিশ্বকাপে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারেননি বাংলাদেশ। লিগ পর্বে নটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছিল শাকিবের দল। এই রকম খারাপ পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা হয় বাংলাদেশে। ক্রিকেটপ্রেমীদের অনেকেই এই নিয়ে ব্যাপক ক্ষোভ জানান। তবে বিশ্বকাপে বাংলাদেশের খারাপ পারফরমেন্সের জন্য শাকিব ও তামিমের বিতর্ককেই সকলে দায়ী করেছেন।