ইংল্যান্ড পুরুষদের ক্রিকেটের পারফরম্যান্স ডিরেক্টর মো বোবাত বলছেন, ‘দীনেশ কার্তিককে পাওয়া আমাদের কাছে দারুণ ব্যাপার। টেস্ট সিরিজের আগে প্রস্তুতিতে দারুণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে দীনেশের অভিজ্ঞতা। ভারতের মাটিতে টেস্টে সাফল্য পেতে কী প্রয়োজন, ওর কাছ থেকে শেখার সুযোগ পাবেন ক্রিকেটাররা।’
ইংল্যান্ড লায়ন্স স্কোয়াড-জশ বোহানন, কেসি অ্যালড্রিজ, ব্রাইডন কার্স, জ্যাক কার্সন, জেমস কোল, ম্যাট ফিশার, কিটন জেনিংস, টম লয়েস, অ্যালেক্স লিস, ড্যান মুসলি, ক্যালাম পার্কিনসন, ম্যাট পটস, ওলি প্রাইস, জেমস র, ওলি রবিনসন। এর মধ্যে ওলি রবিনসন টেস্ট স্কোয়াডে রয়েছেন। টেস্ট সিরিজ পাঁচ ম্যাচের। সুতরাং, কোনও প্লেয়ার চোট পেলে এ দল থেকেই পরিবর্ত বেছে নেওয়া হতে পারে।
পাশাপাশি ভারতীয় দলের তরফ থেকে চেতেশ্বর পূজারা টিম ইন্ডিয়াতে কামব্যাক করতে পারবেন নাকি সেটা কিন্তু একটা দেখার মত বিষয় হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজে যেতে ভারতীয় দলের যুক্ত করা হয়নি তার ফলস্বরূপ ভীষণভাবে সমস্যার মধ্যে পড়েছিল টিম ইন্ডিয়া যেখানে ভারতের যুব তারকা গিল জসওয়াল এরা কোনরকম পারফরম্যান্স করতে পারেনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, জাই রিচার্ডসন, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা।
তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৩ সদস্যের দলে ওপেনিংয়ে ব্যাকআপ হিসেবে ম্যাট রেনশকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী ১৭ জানুয়ারি শুরু হওয়া টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান সফরে ওয়ানডে সংস্করণে দলকে নেতৃত্বও দেবেন স্মিথ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২ ফেব্রুয়ারি।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক।