বৃষ্টিতে খেলা স্থগিত! তাহলে কতদিন পরে আবারও মাঠে নামতে চলেছেন লেগ স্পিনার চাহাল

এই বিষয়ে এও জানিয়ে রাখা ভালো, ডিভোর্সের মাঝেই চাহালের সঙ্গে নাম জুড়েছে আরজে মহবীশের। তাঁদের খেলার ময়দান থেকে পার্ক নানা জায়গায় একসঙ্গে দেখা যাওয়ায় শুরু হয়েছে প্রেম চর্চা। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি তাঁরা কেউই।আড়াই বছর ধরে চলছে জগদ্ধাত্রী। এতগুলো দিনে দীর্ঘ সময় টিআরপি টপার থেকে অঙ্কিতা মল্লিকের এই ধারাবাহিক। এখনও সেরা ৩ বা ৫ এ নিজের জায়গা ধরে রেখেছে।

কিন্তু এবার কি সেই আসন টলতে চলল? এই মেগার এক গুরুত্বপূর্ণ হাত ছেড়ে চলে গেলেন জ্যাস সান্যালদের। কে তিনি? এই ধারাবাহিকের পরিচালক। অর্থাৎ সুকমল নাথ জগদ্ধাত্রীকে বিদায় জানালেন।এতদিন সুকমল নাথের হাতেই ছিল জগদ্ধাত্রী ধারাবাহিকের পরিচালনার দায়িত্ব। বলাই বাহুল্য, তিনি দারুণ ভাবে সেই কাজ করেছেন। দর্শকদের মনে প্রথম থেকেই জায়গা করে নিয়েছে এই মেগা।

এবার জগদ্ধাত্রী ছেড়ে দিলেন সেই পরিচালক। আর তিনি নিজেই এই কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।এদিন জগদ্ধাত্রী ধারাবাহিকের পোস্টার শেয়ার করে সেখানে আবেগঘন বার্তায় সুকমল লেখেন, ‘জগদ্ধাত্রী আমাদের সবার জন্য এক অনন্য কল্পতরু, যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবেও তা পূরণ করে। দর্শকদের সীমাহীন ভালোবাসায় এর জয়যাত্রা অব্যাহত থাকুক। স্নেহাশিস দা-কে আন্তরিক ধন্যবাদ, এমন অসাধারণ এক যাত্রার অংশীদার আমাকে করার জন্য।’

তিনি এদিন আরও লেখেন, ‘তবে, প্রতিটি গল্পেরই এক নতুন মোড় থাকে—একটি বিশেষ ব্যক্তিগত কারণে জগদ্ধাত্রী-র সাথে আমার এই পথচলা এখানে শেষ হচ্ছে। খুব শীঘ্রই ফিরবো, নতুন কোনো গল্পের সাথে নতুন রূপে।’ফলে এখান থেকে খানিকটা হলেও ইঙ্গিত মিলেছে যে তিনি নতুন ধারাবাহিকের দায়িত্ব নিয়েছেন। নতুন ধারাবাহিকে প্রস্তাব পেয়েছেন।

সেই ধারাবাহিক নিয়েই ফিরবেন তিনি এবার। তাই ছেড়ে দিলেন ব্লুজ প্রোডাকশন হাউজের এই হিট মেগা জগদ্ধাত্রী।যেহেতু পরিচালক বিদায় জানালেন জগদ্ধাত্রীকে তবে কি থামছে এই মেগার পথ চলা নাকি নতুন পরিচালক দায়িত্ব নেবেন? এখনও এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। চ্যানেল কর্তৃপক্ষের তরফেও সিরিয়াল শেষ হওয়ার কোনও বার্তা দেওয়া হয়নি।

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কানাঘুষোয় শোনা যাচ্ছে, সুকমল নতুন মেগার অফার পাওয়ায় এই ধারাবাহিক ছাড়ছেন এমনটা নয়। কোনও সমস্যার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।