শুরু হচ্ছে BPL লিগ! ক্রিকেট বিশ্বে অন্যতম বড় এবং জনপ্রিয় লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ

দেখতে দেখতে প্রায় শেষের পথে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। চলতি সপ্তাহে সেমি ফাইনাল পর্ব সম্প্রচারিত হবে। আর তারই ঝলক এদিন প্রকাশ্যে এল। সেখানেই দেখা গেল করণ জোহর উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে। সেরা ৮ এ কে কে আছেন সেটাও প্রকাশ্যে আনা হল এদিন।এদিন সোনি চ্যানেলের তরফে যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর সেমি ফাইনালের সেখানে দেখা গেল এই বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির থাকবেন করণ জোহর। তাঁর সামনেই পারফর্ম এবারের সেরা ৮।ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর সেমি ফাইনালে যে ৮ জন মুখোমুখি হবেন তাঁদের মধ্যে রয়েছেন ৪ বাঙালি। এঁরা হলেন শুভজিৎ চক্রবর্তী, মানসী ঘোষ, মিশমি বসু এবং প্রিয়াংশু দত্ত।বাকি চারজন হলেন চৈতন্য দেবাদে, রাগিণী শিন্ডে, অনিরুদ্ধ সুসওয়ারাম এবং স্নেহা। এঁদের মধ্যে মুখোমুখি টক্করের পর শেষ পর্যন্ত কারা ফাইনালে জায়গা করে নেন সেটাই দেখার। এদিন সকলের পারফরমেন্স দেখে বিশেষ অতিথি করণকে বলতে শোনা যায়, ‘এটা সেই মঞ্চ যেটা সঙ্গীতকে জন্ম দেয়।’ তিনি আরও বলেন, ‘উইনার একজনই, কিন্তু কারও গুণের কমতি নেই।’এদিনের এই প্রোমো ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রিয়াংশু দত্ত পারফর্ম করছেন। তিনি ব্রহ্মাস্ত্র ছবি থেকে অরিজিৎ সিংয়ের গাওয়া কেশারিয়া গানটি গাইছেন। চুল কেটে ফেলেছেন ফাইনালের আগে। তাঁর গান শুনে মুগ্ধ হয়ে উঠে পড়ে নাচতে শুরু করে দেন বাদশা। দাঁড়িয়ে হাততালি দেন শ্রেয়া ঘোষালও।

গত বছরের ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।