এ বারের বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) অস্ট্রেলিয়ায় যাবে, নাকি ভারতে থাকবে? তার ফয়সলার ম্যাচ চলছে আমেদাবাদে। ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে অজি তারকা ওপেনার উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিনের জোড়া সেঞ্চুরির পর ৪৮০ রান তুলেছে অস্ট্রেলিয়া। শুরু হয়ে গিয়েছে ভারতের প্রথম ইনিংসও।ভারতের হয়ে ৪৩৮তম টেস্ট খেলতে নেমে নতুন মাইলফলক স্পর্শ করলেন রোহিত।
শনিবার ম্যাথু কুনেম্যানের বলে আলগা শট খেলে আউট হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। ব্যক্তিগত ৩৫ রানে সাজঘরে ফেরার আগে স্পর্শ করেন মাইলফলক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই নজির রয়েছে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি এবং বীরেন্দ্র সহবাগের। ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে অনবদ্য এক রেকর্ড গড়লেন রোহিত শর্মা।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রান পূরণ করলেন রোহিত।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে নতুন মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মা। ভারতের সপ্তম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রান পূর্ণ করলেন ভারতীয় দলের অধিনায়ক।ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান করার নজির সচিনের দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রান ৩৪,৩৫৭। মোট ৬৬৪টি ম্যাচ খেলেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন…
দ্বিতীয় স্থানে কোহলি। ৪৯৪টি ম্যাচে কোহলির সংগ্রহ ২৫,০৪৭ রান। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের কোচ। ৫০৪টি ম্যাচে দ্রাবিড় করেছিলেন ২৪,০৬৪ রান। তাঁর পর রয়েছেন সৌরভ। ৪২১টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৮,৪৩৩ রান। ধোনি ৫৩৫টি ম্যাচে করেছেন ১৭,০৯২ রান।
রোহিত ২৪১টি এক দিনের ম্যাচে করেছেন ৯৭৮২ রান। ১৪৮টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৩৮৫৩ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট পর্যন্ত ৪৮টি টেস্টে রোহিতের সংগ্রহ ৩৩৪৪ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩টি শতরান রয়েছে ভারতীয় দলের অধিনায়কের ঝুলিতে।