সুপার ফোর এর প্রথম ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ দল।কোনো অজুহাত দেননি সাকিব আল হাসান। পাকিস্তানি বোলাররা এতটাই ভালো, যেকোনো উইকেটেই তাঁদের মুখোমুখি হওয়া কঠিন। কিন্তু বাংলাদেশ তো খুব ভালো বলে উইকেট দিয়ে আসেনি। দিয়েছে বাজে শট খেলে। লাহোরের গাদ্দামি স্টেডিয়ামে বুধবার ম্যাচ শেষে সম্প্রচারকারী টেলিভিশনের সঞ্চালকের সঙ্গে কথা বলতে গিয়ে সাকিবের সহজ স্বীকারোক্তি, ‘আমরা কিছু বাজে শট খেলেছি। এমন উইকেটে ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারানো মোটেই ঠিক হয়নি। এ রকম উইকেটে এটা খুবই বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী।’তবে বাংলাদেশের খুব ভালো যদি কিছু হয়ে থাকে সেটা হল বাংলাদেশি বোলিং, এমন টাই মনে করছেন বাবর আজম।
দশম ওভারে ৪৭ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পরও অবশ্য ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিল বাংলাদেশ। অধিনায়ক সাকিবই মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে সেই আশা জাগিয়েছিলেন। কিন্তু সাকিবের আউটে ১২০ বলে ১০০ রানের সেই জুটি ভেঙে যাওয়ার পরই আবার ধসে পড়ে বাংলাদেশের ইনিংস। সাকিব নিজেই এই দায় নিলেন কিছুটা, ‘আরও ৭-৮ ওভার থাকা দরকার ছিল, আমাদের জুটিটা আরও কিছুক্ষণ থাকলে লড়াই করার মতো স্কোর পাওয়া যেত। কিন্তু আমি আউট হওয়ার পর আর কোনো জুটিই হলো না।’অর্থাৎ স্পষ্টই দলের ব্যাটসম্যানদের দায়ী করেছেন সাকিব।
এর পাশাপাশি, এত ভালো ব্যাটিং কিসের সামান্য রানের পুঁজি নিয়ে বল করতে নেমেছিল বাংলাদেশ দল কিন্তু তার সত্ত্বেও যেভাবে তারা লড়াই করেছে তাকে স্যালুট জানিয়েছে বাবর আজম। তিনি বলেছেন যে, এতটা গরমের মধ্যে আমাদের হ্যারিস, শাহিন ও ফাহিম তারা ভালো বোলিং করেছে। তাদের জন্য আমরা ম্যাচে একটা ভালো জায়গায় পৌঁছেছিলাম। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশী বোলাররা যে দুর্দান্ত বোলিং করেছে তা রীতিমতো অবাক করার মতো। সব মিলিয়ে, তাসকিন, শরিফুল এবং হাসান খুবই ভালো বোলিং করেছে। তবে আমাদের ভালো বোলিং এর সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে যার ফলে আমরা এই ম্যাচ জিততে পেরেছি।
পাশাপাশি তিনি সাকিব আল হাসানের প্রশংসা করে জানিয়েছেন যে চাপের মধ্যে পড়েও কিভাবে একজন ব্যাটসম্যান হিসেবে তিনি রান করেছেন এবং অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এটা মেনে নিয়েছেন যে সাকিব এবং মুশফিকুর রহিমের যে পার্টনারশিপ হয়েছিল সেটি তাদেরকে খেলা থেকে বের করে দিতে পারত যদি না সাকিব ভুল করে ওই শট টি খেলে আউট হতেন। পুরো ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল সাকিব আল হাসানের আউট হয়ে যাওয়া।
যদিও আমাদের ক্যাপ্টেন সাকিব আল হাসান নিজেও বোলারদের প্রশংসা করেছেন, তিনি জানিয়েছেন আমাদের বোলাররা যথেষ্ট লড়াই করেছে তবে ব্যাটসম্যানরা মোটেও দায়িত্ব নেয়নি যা রীতিমতো একটা খারাপ মেসেজ দিচ্ছে। ব্যাটসম্যানের দায়িত্ব নেওয়া উচিত ছিল। সেই অর্থে দেখতে গেলে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম ছাড়া আর কেউ ব্যাট হাতে দায়িত্ব নেয়নি।