বাংলাদেশ নারী দল দুর্দান্ত পারফরম্যান্স করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে এবং সেখানে স্কটল্যান্ডকে দুরন্তভাবে পরাজিত করেছে বাংলাদেশ নারী দল। প্রথমে ব্যাট করা বাংলাদেশ স্কটল্যান্ডকে একতরফা ভাবে পরাজিত করে। আর এই ম্যাচে তৈরি হয়েছে নতুন ইতিহাস।
স্কটল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ নতুন ইতিহাস গড়েছে। বাংলাদেশ ক্রিকেট দল বিগত ১০ বছর ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন ম্যাচ জিততে পারেনি তবে এই বছরে প্রথম ম্যাচে গিয়েই জয় লাভ করেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক এই বিশ্বকাপে যাওয়ার আগে বলেছিলেন আমাদের বিগত ১০ বছরে আমরা কোন ম্যাচ বিশ্বকাপে জিততে পারি নাই তবে এই বিশ্বকাপে আমাদের প্রথম টার্গেট থাকবে যাতে আমরা প্রথম ম্যাচটা জিততে পারি এবং ধীরে ধীরে আমরা একটা একটা করে ম্যাচে এগিয়ে যাব।
নিঃসন্দেহে তিনি তার কথা রেখেছেন এবং একের পর এক ম্যাচ জিতে ফাইনালের উদ্দেশ্যে রওনা দেবে এটা সময়ের অপেক্ষা। একটা লম্বা সময় যখন বাংলাদেশ ম্যাচ জিততে পারেনি আর এবারে প্রথম মেসেজ জয় এসে গেছে সুতরাং এবারের সিজনটা অন্যবারের থেকে আলাদা।
বাংলাদেশ দল যেভাবে প্রস্তুতি নিয়েছে তাতে বেশ কিছুটা সুবিধে তাদের হচ্ছে এবং এই দুর্দান্ত শুরু তারা করেছে এই বিশ্বকাপে এবং ভালো রেজাল্ট আসার অপেক্ষায় থাকছে পুরো বাংলাদেশ।