কিছুদিন আগে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন ফরম্যাট ভেদে কোচ নিয়োগের পরিকল্পনা নেই। তবে ভারতের বিপক্ষে দুই টেস্ট হারের পর এই সংস্করণে পরিবর্তনের ভাবনার কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
ম্যাচ শেষে জালাল ইউনুস বলেন, ‘এটাকে আকর্ষণীয় করার জন্য আমরা অনেক চেষ্টা করছি। টেস্ট দলের জন্য সামনে আমরা কিছু পরিবর্তন আনবো কোচিংয়ে, যাতে টেস্ট দলটাকে আরও উন্নত করা যায়। এ কারণে আমরা ম্যাচ ফিও বাড়িয়েছি। যাতে তারা মনে না করে টি-টোয়েন্টি বা ওয়ানডের থেকে টেস্টে আকর্ষণ কম। এটাকে আরও আকর্ষণীয় করতে হবে। এ বছর ডমেস্টিক টুর্নামেন্টগুলো ভালো হয়েছে। আমাদের আরও ভালো করতে হবে। আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হবে, উইকেটগুলোও ভালো ছিল।’
চলতি বছর বাংলাদেশ টেস্ট খেলেছে ৯টি। যেখানে জয়ের সংখ্যা মাত্র ১। এই ফরম্যাটে উন্নতির বিকল্প দেখছে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমরা শুধু আজকে না অনেক আগে থেকেই বলছি। টেস্টকে আমরা সবচেয়ে বেশি প্রায়রিটি (প্রাধান্য) দিচ্ছি।
লঙ্গার ভার্সনকে আমাদের প্রায়রিটি দিতেই হবে। যদি আমরা লঙ্গার ভার্সনে ভালো খেলি তাহলে বাকি যে ফরম্যাটগুলো আছে টি-টোয়েন্টি-ওয়ানডেতে আমরা আরও ভালো করতে পারবো। লঙ্গার ভার্সনে আমাদের ভালো করতেই হবে।’