শনিবার ইডেনে আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে সম্মুখসমরে নামে কেকেআর ও আরসিবি। টস জেতেন আরসিবি দলনায়ক রজত পতিদার। তিনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান হোম টিম কলকাতা নাইট রাইডার্সকে।কেকেআর ম্যাচের প্রথম ওভারেই ওপেনার কুইন্টন ডি’ককের উইকেট হারিয়ে বসে। জোশ হেজেলউডের বলে উইকেটকিপার জিতেশ শর্মার দস্তানায় ধরা পড়েন কুইন্টন।
প্রাথমিক ধাক্কা সামলে কেকেআর পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৬০ রান সংগ্রহ করে নেয়। সুনীল নারিনকে নিয়ে ক্রিজে রীতিমতো তাণ্ডব চালান নাইট দলনায়ক অজিঙ্কা রাহানে।তবে পাওয়ার প্লে-র ঠিক পরেই সুনীল নারিনের বিরুদ্ধে হিট-উইকেটের আবেদন জানায় আরসিবি। যদিও জোরালো আবেদন ছিল বলা যাবে না।
বরং ফিল্ড আম্পায়াররাই নিশ্চিত হওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট দেখা যায় নারিনের ব্যাট স্টাম্পে গিয়ে লাগে। তা সত্ত্বেও নট-আউট ঘোষিত হন নারিন।ইনিংসের ৭.৪ ওভারে রসিখ সালামের বাউন্সার ডেলিভারি নারিনের মাথার উপর দিয়ে উইকেটকিপার জিতেশ শর্মার দস্তানায় চলে যায়। স্কোয়ার-লেগ আম্পায়ার হাইটের জন্য ওয়াইডের সিগন্যাল দেন।
যদিও বিরাট কোহলি-সহ আরসিবির ক্রিকেটাররা মোটেও খুশি ছিলেন না আম্পায়ারের সিদ্ধান্তে।ইতিমধ্যে স্টাম্পের আলো জ্বলে ওঠায় এবং বেল পড়ে যাওয়ায় টিম ডেভিড আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। আরসিবি দলনায়র রজত পতিদারও আবেদনের জন্য উদ্যত হন। তবে তিনি নিজেকে সংযত করে নেন। যদিও ফিল্ড আম্পায়াররা এক্ষেত্রে নিশ্চিত হওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে জানতে চান বিষয়টি।
তৃতীয় আম্পায়ার স্পষ্ট জানান যে, নারিন হিট-উইকেট নন।নিয়ম মতো বল খেলার সময় নারিনের ব্যাট স্টাম্পে লাগলে এবং তার পরে বল ওয়াইড ঘোষিত হলে নাইট তারকাকে হিট-উইকেট আউট ঘোষণা করা হতো। তবে এক্ষেত্রে বল কিপারের দস্তানায় জমা পড়ার পরে এবং আম্পায়াররা ওয়াইডের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরে নারিনের ব্যাট স্টাম্পে লাগে।
তাই বল ডেড হয়ে গিয়েছে বলে বিবেচিত হয়। এক্ষেত্রে সুনীল নারিন নট-আউট ঘোষিত হন।নারিন শেষমেশ ৪৪ রান করে সাজঘরে ফেরেন। ২৬ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তোলে। ৩১ বলে ৫৬ রান করেন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। তিনি ৬টি চার ও ৪টি ছক্কা মারেন।