সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে যে করোনা সংক্রমণ রোজই বাড়ছে, তা স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানেই স্পষ্ট। আর দিনের শেষে দেখা গেল অন্যান্য রাজ্যের মতোই বাংলাতেও বাড়ল সংক্রমণ। মিটিং-মিছিল, জনসভার মাঝে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ল সাড়ে চার হাজারের গণ্ডি।
উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের বাড়তে থাকা অ্যাকটিভ কেসও। একই সঙ্গে নিম্নমুখী সুস্থতার হারও।এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৪,৫১১ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিকে আক্রান্ত ১,১১৫ জন। সংক্রমণের নিরিখে প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১,০৮৭ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে।