ছয় বছরের ক্যারিয়ারে একশর বেশি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। কিন্তু সেঞ্চুরি পাননি একটিও। অবশেষে আজ দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে তাঁর। ঢাকা প্রিমিয়ার ডিভিশনে আবাহনীর হয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১১১ রানের ইনিংস খেলেছেন আফিফ। পঞ্চাশ ওভারের প্রতিযোগিতামূলক ক্রিকেট এটি তাঁর প্রথম সেঞ্চুরি।ফর্মের কারণে গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন আফিফ।
জায়গা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ফিরতি সিরিজেও। তবে ওয়ানডে সংস্করণের দেশের শীর্ষ প্রতিযোগিতায় নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় আছেন। এরই মধ্যে ফিফটি করেছেন তিনটি, যার মধ্যে আছে লিগ পর্বে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৮০ রানের অপরাজিত ইনিংসও। এবার সুপার লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে ঘোচালেন সেঞ্চুরির আক্ষেপ।ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করা আবাহনীর হয়ে চার নম্বরে নামেন আফিফ। প্রথম পঞ্চাশ করতে ৬১ বল খেললেও পরের পঞ্চাশ তোলেন ৩৬ বলে।
১০৬টি লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্পর্শ করেন ৪৯তম ওভারের পঞ্চম বলে রেজাউর রহমানের বলে সিঙ্গেল নিয়ে। এত দিন লিস্ট ‘এ’ ক্রিকেটে আফিফের সর্বোচ্চ রান ছিল ৯৭। ২০১৯ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে ইনিংসটি খেলেন শাইনপুকুরের হয়ে।
সেঞ্চুরি করা ইনিংসটি শেষ পর্যন্ত ১১১ রানে টেনে নিয়েছেন আফিফ। ১০১ বল খেলা ইনিংসটিতে ছিল ৬টি চার ও ৫টি ছয়।আফিফের সেঞ্চুরির ইনিংসে ৬৭ রান করেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ৫০ ওভারে ৫ উইকেটে ২৮৫ রান তোলে আবাহনী।