বিরাট কোহলি নাকি বাবর আজম, বিশ্বের সেরা ব্যাটসম্যান কে এই নিয়ে তর্কবিতর্কের শেষ নেই ক্রিকেট ভক্তদের মধ্যে তবে এবার আরও একটি অনবদ্য ইনিংস দিয়ে কোহলির রেকর্ড ভেঙে দিলেন বাবর আজম। আফগানিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যে প্রথম ম্যাচে জয়লাভ করেছে পাকিস্তান দল যেখানে 100 রান পর্যন্ত করতে পারেনি আফগানিস্তান, পাকিস্তানের অনবদ্য বোলিং এর সামনে রীতিমতো আত্মসমর্পণ করেছিল আফগানিস্তানের ব্যাটিং। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে আবারও ব্যাট হাতে ইতিহাস গড়লেন বাবর আজম।
পাকিস্তান এবং আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচের প্রথমে ব্যাট করে আফগানিস্তানের দল যেখানে অনবদ্য ১৯১ রানের একটি ইনিংস খেলেছেন আফগানিস্তানের দুরন্ত ওপেনার গুরবাজ, আফগানিস্তান দলের সমস্ত ব্যাটসম্যানদের মধ্যে তিনি যে একমাত্র বিশ্বমানের ব্যাটিং তারকা, সেটা তিনি আরো একবার প্রমাণ করলেন অনবদ্য এই ইনিংস দিয়ে কারণ পাকিস্তানের বোলিং যথেষ্ট ভালো তার সামনে একটা ১৫০ রানের ইনিংস খেলা খুব একটা সহজ কাজ নয়। আর এই রানের তাড়া করতে নেমে নিজেকে উজাড় করে দিলেন বাবর আজমরা।
প্রথমেই পাকিস্তানের তরফ থেকে ভালো ওপেনিং পার্টনারশিপ দেয় ফখর জামান এবং ইমাম উল হক। তবে ৫২ রানের মাথায় প্রথম উইকেটের পতন হলে ব্যাট করতে আসেন বাবর আজম এবং তিনি ইমাম উল হকের সাথে একটি লম্বা পার্টনারশিপ শুরু করেন। এ পার্টনারশিপের শেষ হয় ১৭০ রানের মাথায় যখন ইমাম উল হক দুরন্ত ইনিংস খেলে ৯১ রান করে আউট হয়ে যান। তবে তখনো হাল ছাড়েনি বাবর।
৩০০ রান এর মত একটা বিরাট রান তারা করতে নেমে বাবর আজম ধৈর্যের সাথে খেলতে থাকেন, অনবদ্য একটি হাফ সেঞ্চুরি করেন এবং ৫৩ রান করে নিজের দলকে আরো জয়ের কাছে নিয়ে চলে যান। শেষ পর্যন্ত শাদাবের দুরন্ত ব্যাটিংয়ে পাকিস্তান জয়ের কাছে পৌঁছায়। শেষ ওভারে নাসিম শাহের অনবদ্য ব্যাটিংয়ে পাকিস্তানি ম্যাচে জয়লাভ করে।
আফগানিস্তানের বিরুদ্ধে ৩০০ রানের বেশি তারা করতে নেমে পাকিস্তান যেভাবে একদম শেষ উইকেটে শেষ ওভারের শেষ বলে গিয়ে জয়লাভ করল তার থেকে একটা বিষয় পরিষ্কার এশিয়া মহাদেশের কোন দলকে আর দুর্বল দল বলা হয়তো ঠিক হবে না কারণ যে কোন দল অন্য যে কোন দলকে পরাজিত করার ক্ষমতা রাখে।