রোমহর্ষক ম্যাচে শেষ বলে টেস্ট, দুর্দান্ত ইনিংস খেললেন কেন উইলিয়ামসন

এবারের ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’ উঠছে বাবরের হাতে। সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবরের প্রশংসায় পঞ্চমুখ অজি কিংবদন্তি রিকি পন্টিং। ‘দ্য আইসিসি রিভিউ’য়ে পাকিস্তানি অধিনায়ক সম্পর্কে পন্টিং বলেন, ‘টেকনিক্যালি সে খুবই দুর্দান্ত।

স্পিন-পেস দুটিই ভালো খেলে। বিশ্বের যেকোনো জায়গায় সে নিজেকে মানিয়ে নিতে পারে―এ বিষয়টিই গ্রেট খেলোয়াড়দের ভালো খেলোয়াড়দের থেকে আলাদা করে।’ পন্টিং আরো বলেন, ‘গ্রেট খেলোয়াড়রা মানসিকভাবেও খুব শক্ত হয়।

আপনি দেখবেন যে কিভাবে সে টেস্টে লম্বা সময় ধরে ব্যাট করে, কিভাবে সে ওয়ানডে ইনিংসটা নিয়ন্ত্রণ করে। সময়ের দাবি অনুযায়ী রান তোলার গতি বাড়াতে কমাতে পারে সে।’২০২২ সালে তিন ফরম্যাটে ৪৪ ম্যাচ খেলেছেন বাবর।

৫৪.১২ গড়ে তাঁর সংগ্রহ ২,৫৯৮ রান। আটটি সেঞ্চুরির পাশাপাশি বাবর হাঁকিয়েছেন ১৫টি অর্ধশতকও। ৯ টেস্টে ৬৯.৬৪ গড়ে ১১৮৪ রান সংগ্রহ করেছেন। এ সময় তিনি ওয়ানডেও খেলেছেন ৯টি।

৮৪.৮৭ গড়ে বাবরের মোট রান ৬৭৯। সবচেয়ে বেশি খেলেছেন টি-টোয়েন্টি। ২৬ টি-টোয়েন্টিতে ৩১.৯৫ গড়ে ৭৩৫ রান করেছেন বাবর।