বিগত একটা লম্বা সময় ধরে আইপিএলে সুযোগ পাচ্ছে না বাংলাদেশের অনেক ক্রিকেটার। শুধুমাত্র মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান প্রত্যেকটি আইপিএলে খেলেছেন, তামিম ইকবাল আইপিএলের অংশ হলেও সেভাবে পান নি। তবে বিগত কয়েক বছরে সাকিবের পারফরম্যান্স খারাপ হয় যার জন্য IPL থেকে তার জনপ্রিয়তা কমে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে। তবে এই বছরে সাকিব নিজেকে নতুনভাবে তুলে ধরেন, তার বোলিং এখন যেন ভুল ভুলাইয়া, ব্যাটসম্যান বুঝতেই পারছে না তিনি কি বোলিং করছেন, বাংলাদেশ দলের হয়েও দুরন্ত পারফরম্যান্স করেছেন শাকিব এবং লিটন।
বিশেষ করে সাকিবের পারফরম্যান্স চমকপ্রদ, পারফরম্যান্সের থেকেও বড় কথা সাকিবের বলে রান করা রীতিমত কঠিন হয়ে দাঁড়িয়েছে, আর সেই কারণে তাকে দলে নিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স।তাছাড়া বিগত কয়েক বছরে ব্যাটসম্যান সাকিব যেন হারিয়ে গিয়েছিল, এবার সেই ব্যাটসম্যান সাকিব নতুন করে যেন ফিরে এসেছেন। সাকিব আল হাসান ছাড়াও কলকাতা নাইট রাইডার্স এর সুযোগ পেয়েছেন এবার বাংলাদেশের লিটন দাস। লিটন দাসের সুযোগ পাওয়ার কারণ আর নতুন করে বলার কিছু নেই, বিশ্বকাপের ময়দানে ভারতের বিরুদ্ধে যে ইনিংস তিনি খেলেছেন তাদের তিনি স্পষ্ট দেখিয়ে দিয়েছেন যে তিনি কতটা ভালো ক্রিকেটার টি-টোয়েন্টিতে, আর দ্রুত গতিতে খেলার জন্য তিনি একদম পারফেক্ট খেলোয়াড়, তাই কলকাতা নাইট রাইডার্স এর দ্বিতীয় বাংলাদেশি লিটন দাস।
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল দেড় কোটি রুপিতে এই তারকা অলরাউন্ডারকে দলে ভেড়ায় তার পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। এর আগে লিটন দাসকেও দলে ভেড়ায় নাইটরা। তবে বাংলাদেশী ক্রিকেট ভক্তরা অবশ্যই মনে করেছিল যে মেহেদী হোসেন মিরাজ আইপিএলে কোন একটা দল পাবে কারণ আইপিএলের সব থেকে বেশি দাম অলরাউন্ডারের কিন্তু সেরকমটা হয়নি।
সাকিব আল হাসান একটা সময় কলকাতা নাইট রাইডার্স এর হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। লম্বা সময় ধরে তিনি কলকাতা নাইট রাইডার্স খেলেছেন, ফ্র্যাঞ্চাইজি খেলা গুলির নিয়মই হলো এক টিম থেকে অন্য টিমে চলে যাওয়া তাই এরকম ভাবেই আবার অন্য টিমেও গেছেন সাকিব তবে বর্তমানে আবার তিনি ফিরলেন কলকাতায়।