ইতিহাস তৈরি হল ফুটবল বিশ্বকাপে। ইতিহাস তৈরি হল আর্জেন্টিনায়। ইতিহাস তৈরি করল আর্জেন্টিনা একাদশ। ইতিহাস তৈরি করলেন লিও মেসি। আর এহেন ইতিহাসের স্মারক রক্ষার ক্ষেত্রেও ইতিহাস তৈরি করলেন আর্জেন্টিনীয় ফুটবলাররা। রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচের পরে তাঁরা গোলপোস্টের জাল কেটে পুড়িয়ে সঙ্গে নিয়ে গেলেন।
ম্যাচের শেষে যে পোস্ট থেকে টাই-ব্রেকার জিতেছিল আর্জেন্টিনা, সেই দিকের পোস্টের জাল কেটে পুড়িয়ে সঙ্গে নিয়েছেন মেসিরা। এ আসলে এক দারুণ উদযাপন। বলা হয়ে থাকে, আর্জেন্টিনীয়রা একটু কুসংসস্কারাচ্ছন্ন। অবশ্য একে ‘কুসংস্কার’ বলে দাগিয়ে না দিয়ে সংস্কারও বলা চলে। বলা উচিত, আর্জেন্টিনীয়রা কিছু সংস্কার মেনে চলেন।
যেমন, ওঁদের নিয়ম হচ্ছে, যে কোন ক্ষেত্রেই যেটা দিয়ে শুভ কোনও কিছুর উদযাপন হবে, উদযাপনশেষে সেটা পুড়িয়ে তার ছাইটা সঙ্গে রাখা। এঁদের বিশ্বাস, এটা নাকি ওঁদের পক্ষে আদ্যন্ত ভালো, শুভকর। গতকাল, রবিবারও সেটা হয়েছে। গতকাল টাই-ব্রেকারের সময়ে যেদিকের গোলপোস্টে মার্টিনেজ ফ্রান্সের মারা পেনাল্টি শট সেভ করেছিলেন, সেই দিকের জালই ওরা ছিঁড়ে নিয়ে গিয়েছেন।
এটা নিয়ে পরে ফিফা ট্যুইটও করে। যেহেতু এই গোল সেভ-ই ওঁদের ফাইনালে জেতায় তাই আর্জেন্টিনীয় ফুটবলাররা মনে করেছেন, এই পোস্টের জাল পুড়িয়ে সেই ছাই সঙ্গে রাখাটা তাঁদের সংস্কারের পক্ষে উপযুক্ত হবে। তাই, যেমন ভাবা, তেমন কাজ।