“স্টোকস ফের মেসেজ করলে ডিলিট করে দেবো আর আমি প্রত্যাবর্তন করছি না আন্তর্জাতিক ক্রিকেটে

এই মুহূর্তে নিউজিল্যান্ডে চলছে মহিলা ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের মেগা লড়াইয়ের মঞ্চেই ঘটে গেল নজিরবিহীন ঘটনা। যা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে গোটা বিশ্বে। রবিবার মহিলাদের ফুটবল বিশ্বকাপে মুখোমুখি হয় মরক্কো এবং দক্ষিণ কোরিয়া। আর সেই ম্যাচে হিজাব পরে খেলতে নামলেন মরক্কোর ফুটবলার নৌহাইলা বেঞ্জিনা। প্রথম কোনও মহিলা ফুটবলার বিশ্ব মঞ্চে হিজাব পরে খেললেন।একটা সময় এই হিজাব পরে খেলতে নামার ওপর ছিল নিষেধাজ্ঞা।

বিভিন্ন দেশের সরকার এবং ফুটবল সংস্থাগুলির আবদনের পর ২০১৪ সালে হিজাব পরে খেলতে নামার ওপর যে নিষেধাজ্ঞা জারি করে ফিফা, তা তুলে নেওয়া হয়। ফুটবলারদের নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত নেয় ফিফা। যদিও এরপরও কোনও মহিলা ফুটবলারকেই হিজাব পরে খেলতে দেখা যায়নি। তবে এই প্রথম কোনও ফুটবলারকে হিজাব পরে খেলতে দেখা গেল।এই বেঞ্জিনা প্রথম ম্যাচে খেলতে নামেননি। সেই ম্যাচে মরক্কো ০-৬ গোলে হারে জার্মানির বিরুদ্ধে। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামেন বেঞ্জিনা। আর সেই ম্য়াচ ০-১ গোলে জিতে নেয় মরক্কো।

এই প্রথম উত্তর আফ্রিকার দেশ হিসাবে মহিলা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে মরক্কো। আর প্রথমবার জায়গা করে নিয়েই বিশ্ব ফুটবলে শোরগোল ফেলে দিয়ছে তারা। সেই সঙ্গে আগামী দিনে যে মুসলিম মেয়েরা অনুপ্রানিত হবে বলেই মনে করা হচ্ছে।এই ম্যাচে বেঞ্জিনা দুর্দান্ত খেলেন। তিনি যতটুকু বল পায়ে পেয়েছেন, নিজের সেরাটা উজার করে দিয়েছেন। সেই সঙ্গে হিজাব পরে তিনি বিশ্ব ফুটবলের মানচিত্রে অনন্য নজির সৃষ্টি করলেন এই মহিলা ফুটবলার।

ক্লাব ফুটবলে বেঞ্জিনা খেলেন অ্যাসোসিয়েশনস স্পোর্টস অব ফোর্সেস আর্মড রয়্যালের হয়ে। মরক্কোর মহিলা লিগে ৮ বারের চ্যাম্পিয়ন এই দলটি। সেখানেই নজর কাড়েন বেঞ্জিনা। দুর্দান্ত পারফরম্যান্স করার ফলে একেবারে সরাসরি সুযোগ পান তিনি। যদিও তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামেননি। কিন্তু দ্বিতীয় ম্যাচে তাঁর উপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। এবার সেই বেঞ্জিনা কার্যত বিশ্ব ফুটবলকে চমকে দিলেন বলা চলে।

সব মিলিয়ে তাকে স্যালুট জানিয়েছেন সারা বিশ্ব এবং বাংলাদেশের সমস্ত ক্রিকেটপ্রেমীরা।