৪০৯ রান তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড় করছিল আমেরিকা। ৫০ রানের মধ্যে তারা ছয় উইকেট হারিয়ে বসে থাকে। ২৫.১ ওভারে ১০৪ রান করে তারা অলআউট হয়ে যায়। কোনও মতে দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন মাত্র তিন জন। সর্বোচ্চ রানও করেন অভিষেক পারাদকার। তিনি ২৪ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ রান ২১ করেছেন জেসি সিং। আর গজানন্দ সিং ১৩ রান করেছেন। এর থেকেই বোঝা যাচ্ছে, আমেরিকার কঙ্কালসার ব্যাটিংয়ের হাল।
জিম্বাবোয়ের হয়ে রিচার্ড এনগারাভা এবং সিকান্দার রাজা ২টি করে উইকেট নিয়েছেন। ১৪৯ বল বাকি থাকতে ৩০৪ রানের বিশাল ব্যবধানে আমেরিকাকে গুঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে জিম্বাবোয়ে। এই টুর্নামেন্টে আমেরিকা গ্রুপ লিগেপ ৪টি ম্যাচের মধ্যে ৪টিতেই হারল। সেখানে জিম্বাবোয়ে ৪টির মধ্যে চারটিতেই জয় ছিনিয়ে নিল।
আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি ভেবেছিলেন বলটা বাউন্সার হবে। গতি বুঝতে না পেরে আগেই বসে পড়েন তিনি। কিন্তু সেই ডেলিভারি খুব বেশি উঠেনি। সরাসরি গিয়ে আঘাত করে শহীদির হেলমেটে।আঘাত পেয়ে মাঠের মধ্যেই শুয়ে পড়েন আফগান দলপতি। সঙ্গে সঙ্গে ফিজিও ঢুকেন শুশ্রুষার জন্য। তার মাথায় আইসব্যাগ দেওয়া হয়। চেষ্টা করা হয় প্রাথমিক চিকিৎসায় সারিয়ে তুলতে।কিন্তু শহীদি বসা থেকে আবার শুয়ে পড়েন। ফলে স্ট্রেচার আনার ইশারা করেন ফিজিও। স্ট্রেচার আনা হয় মাঠে।
খানিক পরে শহীদি জানান, তিনি হেঁটে বাইরে যেতে পারবেন, স্ট্রেচার লাগবে না। তবে ব্যাটিংটা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে রিটায়ার্ড হার্ট হয়ে শহীদি (১৩) উঠে গেছেন। ক্রিজে এসেছেন নাসির জামাল।আফগানিস্তানের মাথার ওপর হিমালয়সম লক্ষ্য, ৬৬২ রানের। এত বড় লক্ষ্য তাড়া করা প্রায় অসম্ভব। তবে প্রতিরোধ গড়তে যেমন শুরু দরকার ছিল, সেটাও করতে পারলো না আফগানরা। টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়েছে সফরকারী দল।
ইনিংসের প্রথম বলে উইকেট নেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার ডেলিভারি ইব্রাহিম জাদরানের প্যাডে লাগার পর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। জাদরান (০) অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি। দেখা যায় বল সরাসরি তার লেগ স্টাম্পে আঘাত করতো।পরের ওভারে আরেক পেসার তাসকিন আহমেদের আঘাত। এবার তার দুর্দান্ত এক ডেলিভারিতে ব্যাট চালিয়ে উইকেটরক্ষকের ক্যাচ আবদুল মালিক (৫)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান।