ভারতের কাছে পরাজয়ের জন্য ২ জন ক্রিকেটারকে দায়ী করে বি’স্ফোরক মন্তব্য করলেন শান্ত !

বিশ্বকাপ যাত্রায় এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে লো স্কোরিং ম্যাচ হওয়ায় ব্যাটারদের খুব একটা পরীক্ষায় পড়তে হয়নি। কিন্তু বাকি ম্যাচগুলোতে ব্যাটিংয়ে দেখা গেছে দুর্দশা। ভারতের বিপক্ষে হারের পর ঘরের মাঠে মন্থর উইকেটে খেলাকে ‍দুষছেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া শান্ত জানিয়েছেন, বাংলাদেশের উচিত ভালো উইকেটে খেলা।বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট নিয়েছিল বাংলাদেশ।

তবে ব্যাটিং স্বর্গ উইকেট পেয়েও খুব একটা কাজে লাগাতে পারেনি টাইগার ব্যাটাররা। দুই ওপেনারের ফিফটির পরও বাংলাদেশের ইনিংস থেমেছে ২৫৬ রানে। অথচ ম্যাচ শুরুর আগে উইকেট দেখে নাসের হুসেইন বলেছিলেন, এখানে অন্তত ৩০০ রান করতে হবে। এমনকি ৩৫০ রান করাও সম্ভব।দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটারদের আধিপত্যেই পাওয়া গিয়েছিল সে উত্তর । রান তাড়ায় নেমে বিরাট কোহলির সেঞ্চুরি ও শুভমান গিলের ফিফটিতে ৫১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত।

ম্যাচশেষে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আক্ষেপ করেন, এমন উইকেটে খেলার অভ্যাস না থাকার। বিশ্ব আসরগুলোতে স্বাভাবিকভাবে উইকেটের ধরন থাকে ব্যাটিং বান্ধব। কিন্তু ঘরের মাঠে দিনের পর দিন মন্থর ও স্পিন সহায়ক উইকেটে খেলায় এসব উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারছে না বাংলাদেশ। শান্ত তাই মনে করেন, বাংলাদেশের উচিত ভালো উইকেটে খেলা।তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় আমাদের ভালো উইকেটে খেলা উচিত, ভালো উইকেটে অনুশীলন করা উচিত। স্পোর্টিং উইকেটে, যে ধরনের উইকেটে বিশ্বকাপে খেলা হয়।’

বড় স্বপ্ন নিয়ে নিজেদের সপ্তম বিশ্বকাপ আসরে যাত্রা করেছিল বাংলাদেশ। তবে প্রথম চার ম্যাচের মধ্যে তিন ম্যাচই হেরে সে স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেছে। কিন্তু এখনই আশা ছাড়ছেন না টাইগাররা। হাতে আছে আরও পাঁচ ম্যাচ। সে সব ম্যাচে ঘুরে দাঁড়ালে সম্ভাবনা থাকবে সেরা চারে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার।

শান্ত বলেন, ‘পরের ম্যাচ যখন খেলতে নামব তখনও জেতার জন্য নামব। এখনও অনেক কিছু করার বাকি আছে আমার মনে হয়।’ছবি নিয়ে ভারতের কাছেই পড়া যায় বাংলাদেশের বিশ্বকাপ জয়ের স্বপ্নকে রীতিমতো ভেঙে চুরে দিল।