আগামী ১৭ সেপ্টেম্বর ৩টি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরপর বিশ্বকাপ শেষে আরেক দফায় ২টি টেস্ট খেলতে আবারো এ দেশে আসবে কিউইরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ট্রাই-নেশন সিরিজ খেলেছিলো টাইগাররা। সেই সময় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে দেওয়া কথা রাখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার বিষয়ে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, “আপনারা জানেন যে, এই উপমহাদেশে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হচ্ছে এবং এর আগে গত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়াতে হয়েছিলো। ওই টুর্নামেন্টে অংশগ্রহণের আগে আমরা একটি ট্রাই-নেশন সিরিজে খেলেছিলাম, বাংলাদেশ-পাকিস্তান আর নিউজিল্যান্ড। তখন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডেকে ওয়ানডে বিশ্বকাপের আগে সিরিজ আয়োজন করার কথা দিয়েছিলাম। সেই কথা রাখতেই তাদেরকে তিনটি ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছি এবং আমরা এবারের সিরিজটা আয়োজন করছি”
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে এশিয়া কাপে খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সুজন। তিনি বলেন, “এখন পর্যন্ত এশিয়া কাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলার কোনো পরিকল্পনা আমাদের নেই”বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর, নভেম্বরে আবারও ২টি টেস্ট খেলতে আসবে নিউজিল্যান্ড।
২৮ নভেম্বর প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে কিউইরা। ৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। তবে এই সিরিজের ভেন্যু এখনো চুড়ান্ত করেনি বিসিবি।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে এটাই হবে বাংলাদেশের প্রস্তুতি।