পাকিস্তানের শক্তিশালী দলের সামনে শ্রীলঙ্কা যে আত্মসমর্পণ করে দেবে সেটা আগে থেকেই স্পষ্ট ছিল এবং খাতায়-কলমে যা ঠিক ছিল প্রাকটিক্যালে মাঠেও ঠিক সেটাই হলো।। কলম্বোয় দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল পাকিস্তান। আবদুল্লা শফিকের দুরন্ত দ্বিশতরান এবং দ্বিতীয় ইনিংসে নোমান আলির সাত উইকেটের সুবাদে দ্বীপরাষ্ট্রকে এক ইনিংস এবং ২২২ রানে হারিয়ে দিয়েছেন বাবর আজমরা। যা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনও দেশের সবথেকে বড় ব্যবধানে (রানের নিরিখে) জয়। এতদিন সেই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ঝুলিতে। শুধু তাই নয়, ১৯৯৪ সালের পর শ্রীলঙ্কাকে ঘরের মাঠে প্রথমবার ‘হোয়াইওয়াশ’ করল পাকিস্তান। তার সাথে ২৯ বছরের রেকর্ড ভাঙল পাকিস্তান।
২৯ বছর আগে তিন টেস্টের সিরিজ হওয়ার কথা থাকলেও কার্ফুর কারণে দ্বিতীয় টেস্ট বাতিল হয়ে গিয়েছিল। ২-০ ব্যবধান সিরিজ জিতেছিল পাকিস্তান। সেইসঙ্গে ২০২১ সাল থেকে ঘরের মাঠে এই নিয়ে দ্বিতীয়বার চুনকামের মুখে পড়ল শ্রীলঙ্কা। টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ১৬৬ রান করে, কেউই সেভাবে দাঁড়াতে পারেনি। এর জবাবে ৫৭৬ রানের একটা বিশাল টোটাল খাড়া করে পাকিস্তান, ডাবল সেঞ্চুরি করে আব্দুল্লাহ সফিক, সেঞ্চুরি করে আগা সালমান, পাকিস্তানের এই বিশাল লিডার সামনে ব্যাট করতে নেমে ১৮৮ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। এক ইনিংস এবং তার সাথে ২২২ রানের বিশাল জয় আসে পাকিস্তানের।
টেস্টে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সবথেকে বড় জয়
১) শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: ইনিংস এবং ২২২ রানে জয়, ২০২৩ সাল।
২) শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা: ইনিংস এবং ২০৮ রানে জয়, ১৯৯৩ সাল।
৩) শ্রীলঙ্কা বনাম ভারত: ইনিংস এবং ১৭১ রানে জয়, ২০১৭ সাল।
৪) শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: ইনিংস এবং ১৬৩ রানে জয়, ২০০০ সাল।