মেসি ও মুলারকে পেরিয়ে ফুটবল ইতিহাসের সবথেকে বড় রেকর্ড রোনালদোর নামে

লঙ্কা প্রিমিয়র লিগে ব্যাটে-বলে রং ছড়ালেন শাকিব আল হাসান। গ্লোবাল টি-২০ কানাডায় দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ জেতালেন বাংলাদেশের আরও এক তারকা লিটন দাস। অন্যদিকে কানাডার টি-২০ লিগেই আন্দ্রে রাসেলের লড়াই ব্যর্থ করেন পাকিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। মঙ্গলবার লঙ্কা প্রিমিয়র লিগের পঞ্চম ম্যাচে সম্মুখসমরে নামে গল টাইটানস ও বি-লাভ ক্যান্ডি। গলের হয়ে মাঠে নামেন শাকিব আল হাসান। শুরুতে ব্যাট করে গল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮০ রান সংগ্রহ করে।

টিম সেফার্ত দলের হয়ে সব থেকে বেশি ৭৪ রান করেন। ৩৯ বলের ঝোড়ো ইনিংসে তিনি ৫টি চার ও ৫টি ছক্কা মারেন। শাকিব ব্যাট হাতে ২১ বলে ৩০ রানের কার্যকরী অবদান রাখেন। তিনি ২টি ছক্কা মারেন।পালটা ব্যাট করতে নেমে ক্যান্ডি ১৭.১ ওভারে ৯৭ রানে অল-আউট হয়ে যায়। ৮৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে গল। আশেন বন্দরা ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৭ রান করেন। শাকিব ৩ ওভারে মাত্র ১০ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। যদিও ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সেফার্ত।গ্লোবাল টি-২০ কানাডার ১৮তম ম্যাচে ব্রাম্পটন উলভসের বিরুদ্ধে মাঠে নামে সারে জাগুয়ার্স।

সারের হয়ে মাঠে নামেন লিটন দাস। প্রথমে ব্যাট করে উলভস ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৮ রান সংগ্রহ করে। কলিন ডি’গ্র্যান্ডহোম ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৩৪ রান করেন। জবাবে ব্য়াট করতে নেমে সারে ১৮.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা। লিটন দাস ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৫৯ রান করেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন লিটন। গ্লোবাল টি-২০ কানাডার ১৯তম ম্যাচে মন্ট্রিয়াল টাইগার্সের বিরুদ্ধে মাঠে নামে ভ্যাঙ্কুভার নাইটস।

মন্ট্রিয়ালের হয়ে মাঠে নামেন আন্দ্রে রাসেল। ভ্যাঙ্কুভারের হয়ে লড়াইয়ে নামেন রিজওয়ান। প্রথমে ব্যাট করে টাইগার্স ১৮.৩ ওভারে ৯৯ রানে অল-আউট হয়ে যায়। রাসেল ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১২ রান করেন।পালটা ব্যাট করতে নেমে নাইটস ১৪.৫ ওভারে ১ উইকেটে ১০৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩১ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে ভ্যাঙ্কুভার। রিজওয়ান ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন।

রাসেল বল হাতে একা কিছুটা লড়াই চালান। তিনি ৩ ওভার বল করে ২০ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। ম্যাচের সেরার পুরস্কার জেতেন ৮ রানে ৩ উইকেট নেওয়া রুবেন ট্রাম্পেলম্যান।