বড় খবর:তামিম নয়,বিশ্বকাপে বাংলাদেশের নতুন ক্যাপ্টেন এর নাম ঘোষণা!স্যালুট নেটিজেনদের

আশঙ্কা শেষমেশ সত্যি হয়েছে। বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (Bangladesh Cricket Board) নয়া ক্যাপ্টেন খুঁজতে হচ্ছে। বিসিবির ভাবনায় প্রথমেই রয়েছেন টেস্ট ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan)। দেশটির ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হলেন সাকিব। ক্যাপ্টেন্সির ভার তুলে দেওয়ার ক্ষেত্রে তাঁর নামটাই প্রথমে আসবে এটাই স্বাভাবিক। কিছুদিনের মধ্যে ওডিআই ফরম্যাটের অধিনায়ক ঘোষণা করবে বিসিবি। তার আগে সম্ভাব্য ক্য়াপ্টেন হিসেবে সাকিবের নাম জোরালো ভাবে উঠে আসছে।

এশিয়া কাপ তো বটেই অক্টোবর-নভেম্বর মাসে ওডিআই বিশ্বকাপেও টাইগারদের নেতৃত্বে থাকতে পারেন এই তারকা অলরাউন্ডার। গতমাসে বাংলাদেশ ক্রিকেটে ছোটখাটো ঝড় বয়ে গিয়েছিল। হঠাৎ অবসর ঘোষণা করেন ওডিআই ফরম্যাটের ক্যাপ্টেন তামিম ইকবাল। অবশ্য ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর প্রত্যাহার করে নেন। তবে আর ক্যাপ্টেন থাকতে রাজি হননি তামিম। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে সাকিব আল হাসান দায়িত্ব নিক। বিসিবির পক্ষ থেকে শীঘ্রই সাকিবের কাছে নেতৃত্বভার গ্রহণের প্রস্তাব যাবে। তাতে বাঁ হাতি অলরাউন্ডার সায় দেন কি না সেটাই দেখার।

তবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে শুধুমাত্র এশিয়া কাপ ও বিশ্বকাপের দায়িত্ব দিয়ে ক্ষান্ত থাকতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সাকিবকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা চাইছে। অন্তত দু’বছরের জন্য। এই বিষয়ে সাকিবের মনোভাব জানতে চায় বোর্ড। ক্রিকেটারের বয়স এখন ৩৬। তিনি আগামী দু’বছর আদৌ খেলবেন কি না সেটাই সন্দেহ। ওডিআই ক্যাপ্টেন হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণার আগে এই বিষয়গুলি জানতে চায় সেদেশের ক্রিকেট বোর্ড। সাকিব একান্তই রাজি না হলে লিটন দাসের কথা ভেবে রাখা হয়েছে। জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমূল হাসান।

সব মিলিয়ে সাকিব আল হাসান যদি বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেন বিশ্বকাপে তাহলে বাংলাদেশ দলের চেয়ে ক্ষতির পরিবর্তে লাভ বেশি হবে এটাই স্বাভাবিক। তার কারণ তামিম ইকবাল লাগাতার চোটের জন্য দলের বাইরে থাকছেন সুতরাং পার্মানেন্ট ক্যাপ্টেন যদি এমন কাউকে করা হয় যে অধিকাংশ সময় চোটের জন্য বাইরে থাকে তাহলে দলের জন্য সেটা কখনো লাভজনক হয় না।

এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে অফিসিয়ালি সাকিব আল হাসানকে অধিনায়ক করা শুধুমাত্র সময়ের অপেক্ষা।