‘আর একটু হলেই…’ পরাজয়ের আসল কারণ ফাঁস করে ভেঙে পড়লেন সাকিব আল হাসান

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে বাজে ভাবে হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে দ্বিতীয় টেস্টে তারা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ৭৪ রানে ৭ উইকেট ফেলেও দিয়েছিল। কিন্তু সেখান থেকেই রবিচন্দ্রন অশ্বিন এবং শ্রেয়স আইয়ার ম্যাচের রং বদলে দেন। ৩ উইকেটে ভারতকে জিতিয়ে তাঁরা মাঠ ছাড়েন। টেস্টে ভারতকে হারানোর স্বপ্ন পূরণ না হলেও, দলের প্লেয়ারদের লড়াইয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। তবে তাঁর আফসোস, ভারতের আর একটা উইকেট ফেলতে পারলেই জয় পেতে পারতেন তাঁরা।

ম্যাচ হারের পর শাকিব কিছুটা হতাশ গলায় বলেন, ‘দলের প্রত্যেকে কিছু না কিছু অবদান রেখেছে। এই মাঠে আমরা সব সময়েই ভালো খেলি। আমাদের আর একটা উইকেট দরকার ছিল। শ্রেয়স আইয়ার এবং রবিচন্দ্রন অশ্বিনের জুটি ভাঙার সব রকম চেষ্টা করেছি আমরা। তবু পারিনি। যদিও আমি খুশি ছেলেদের পারফরম্যান্সে।’ শাকিবের দাবি, ভারতের অষ্টম উইকেটের জুটি ভাঙতে পারলেই তাঁরা ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেতে পারতেন।বাংলাদেশের অধিনায়ক ম্যাচ হেরে হতাশ হলেও দুই ভারতীয় ক্রিকেটারের লড়াই করার মানসিকতার প্রশংসা করে বলেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত ব্যাট করল ওরা দু’জন। ওরাই ম্যাচটা ছিনিয়ে নিয়ে গেল। এই হার দুর্ভাগ্যজনক।’

মীরপুরে নিজের বোলিং নিয়ে শাকিব বলেছেন, ‘প্রথম টেস্টে আমি এক দম ভালো বল করতে পারিনি। মীরপুরে ভালো বল করতে পারায় খুশি। তার থেকেও বেশি খুশি হয়েছি দলের লড়াকু মানসিকতা দেখে। আশা করছি, আগামী দিনে আমরা আরও ভালো ফল করতে পারব।’বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনে ১৪৫ রান তাড়া করতে নেমে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল টিম ইন্ডিয়া। রবিবার সকালে তারা আরও ৩ উইকেট পড়ে ভারতের। ৭৪ রানে ৭ উইকেট ছিল টিম ইন্ডিয়ার।

সেই সময়ে টেস্ট জয়ের আশা করেছিল বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন অশ্বিন। তাঁকে যোগ্য সঙ্গত করেন শ্রেয়স আইয়ার। ৬২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন অশ্বিন। তাঁর এই ইনিংসে রয়েছে ৪টি চার, একটি ছয়। আর শ্রেয়স ৪৬ বলে ২৯ করে অপরাজিত থাকেন।মীরপুরের স্পিন সহায়ক উইকেটে টানা স্পিনারদের দিয়ে বোলিং করিয়ে ভারতকে সমস্যায় ফেলে দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। মেহেদি হাসান মিরাজ একাই ৫ উইকেট তুলে নেন। শাকিব নেনে ২ উইকেট। কিন্তু বাংলাদেশ অধিনায়ক জোরে বোলারদের আক্রমণে এনে ভুল করে ফেলেন।

বাংলাদেশ অধিনায়কের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্রুত রান তুলে চাপ কাটিয়ে ফেলেন শ্রেয়স এবং অশ্বিন। শেষ পর্যন্ত তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে উঠল ৭১ রান। পাহাড় প্রমাণ চাপের মুখে অনবদ্য ব্যাটিং করলেন তাঁরা। শেষে মিরাজকে একই ওভারে একটি ছয় এবং দু’টি চার মেরে ভারতকে কাঙ্খিত জয় এনে দিলেন অশ্বিন।