আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে পরাজয়ের পর বাংলাদেশের সমস্ত ক্রিকেট ভক্তদের কাছে আরও একটা দুঃসংবাদ আসে সেটা হল তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন এর পিছনে কি কি কারণ রয়েছে এতটা দ্রুততার সাথে সামনে বিশ্বকাপ থাকা সত্ত্বেও কেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যেতে চাইছেন এবং বাংলাদেশ দলকে তিনি নেতৃত্ব দিতে চাইছেন না এবং বাংলাদেশ তাদেরকে খেলতে চাইছেন না সেই নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে। তবে তামিমের অবসর নিয়ে গতকাল কিছুই বলেননি সাকিব আল হাসান। কিন্তু এত দিনের সতীর্থের এমন বিদায়ে আর চুপ থাকতে পারলেন না সাকিব।
সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের অবসর নিয়ে পোস্ট দিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বলেছেন তামিমের সঙ্গে মাঠে না থাকাটা তাঁর জন্য বেশ অদ্ভুত হবে।ফেসবুক পোস্টে সাকিব তামিমের সঙ্গে দীর্ঘ এই পথ চলার বিষয়টি স্মরণ করেছেন, ‘২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসাথে প্রথম পথচলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলি একসাথে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি।’
সাকিব আরও বলেন, ‘আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।তামিমের অর্জনও তুলে ধরেছেন সাকিব। একই সঙ্গে তাঁর কথা তামিমের না থাকাটা তাঁর জন্য বেশ অদ্ভুত ব্যাপারই, ‘তোমার রান এবং রেকর্ড গুলি নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। তোমার সঙ্গে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে…কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব তখন তোমার আগুন আমাদের সবার ভিতরে জ্বলবে।’
ভবিষ্যতের জীবনে তামিমকে শুভ কামনা জানিয়েই শেষ করেছেন সাকিব, ‘তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সঙ্গে নতুন মুহূর্ত গুলি উপভোগ কর।’ সাকিব আল হাসান আগামী দিনের জন্য তামিম ইকবালকে তার শুভকামনা জানিয়েছেন যাতে জীবনের পরবর্তী ধাপ গুলি এগিয়ে যেতে পারে।
সবকিছু মিলিয়ে তামিম ইকবালের এই সিদ্ধান্ত প্রশ্ন তুলছে বাংলাদেশ ক্রিকেটের অন্দরমহল এর উপর, এমন কি হলো যার কারণে তামিম ইকবালকে এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট থেকে বিদায় নিতে হলো, অন্ততপক্ষে এই বিষয়টা পরিষ্কার যে কোনভাবেই তামিম ইকবালের এই সিদ্ধান্ত পূর্ব পরিকল্পিত নয় এটা সম্পূর্ণভাবে বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে হঠাৎ করে নেওয়া এক সিদ্ধান্ত।