বিশ্ব ক্রিকেটে অসংখ্য দল রয়েছে যারা ভালো রকম ক্রিকেট খেলে তার মধ্যে যদি লিস্ট করা হয় তাহলে অবশ্যই নাম্বার ওয়ান যদি কোন দল হয়ে থাকে সেটা নিঃসন্দেহে হবে বাংলাদেশ। অবশ্যই এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে, বিশ্বের সমস্ত দলকে পিছনে ফেলে যেভাবে বাংলাদেশ বিশ্বের নাম্বার ওয়ান দল হল তা জানলে রীতিমতো অবাক হতে হয়।
একটা সময় ছিল যখন বাংলাদেশ দল খুব একটা জিততে পারত না। যখন বাংলাদেশ ক্রিকেটের শুরু হয় তখন খুবই দুর্বল একটি দল ছিল বাংলাদেশ কারণ সেই মুহূর্তে সবে মাত্র ক্রিকেট খেলা শুরু করেছে টিম টাইগার্স, টেস্ট ক্রিকেট খেলার পারমিশন টাও তখন পাওয়া যায়নি। কিন্তু ধীরে ধীরে দুরন্ত পারফরম্যান্স করতে শুরু করে বাংলাদেশের যুব দল এবং ২০০৭ এর বিশ্বকাপে ভারতকে পরাজিত করে ফেলে। প্রথমবারের জন্য ভারতকে পরাজিত করার পরে তাদের কাছে এটা যেন জলভাত হয়ে যায়।
বিভিন্ন প্রতিযোগিতার মঞ্চে বিভিন্ন জায়গায় ভারতের কাছে বাংলাদেশ পরাজিত হলেও তারা বেশ বদলা নিয়েছে ভালো রকম। সম্প্রতি এশিয়া কাপের ময়দানে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতকে পরাজিত করে বাংলাদেশ। পাশাপাশি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দলরা বাংলাদেশে এসে কিন্তু সিরিজ জিততে পারে না । পাশাপাশি ইংল্যান্ডের দল একটা লম্বা সময় বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসে না পরাজিত হবার ভয়ে। অনেক দল আবার বাংলাদেশের মিরপুরকে ধানক্ষেত বলে দাবি করে থাকেন এবং সেখানে তারা খেলতে ভয় পান।
সম্প্রতি নিউজিল্যান্ড বাংলাদেশে এসেছিল টেস্ট সিরিজ খেলতে কিন্তু তারা এখানে এসে পরাজিত হয়েছে। অন্তত সিরিজ জিতে যেতে পারেনি যার থেকে প্রমাণিত হয় বাংলাদেশ বিশ্বের নাম্বার ওয়ান দল। পাশাপাশি সামনে ভারতের সাথে আবার টেস্ট সিরিজ খেলবে টিম টাইগার্স এবং সেখানে আবারও ভারতকে পরাজিত করবে বাংলাদেশের বাঘেরা। কিন্তু ইংল্যান্ড কোন জায়গায় রয়েছে বাংলাদেশের সঙ্গে তুলনায় সেটাও দেখতে হবে।
কোন সন্দেহ নেই যে ক্রিকেটে আবিষ্কার ইংল্যান্ড করেছিল এবং ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশের মধ্যে। ইংল্যান্ডের দল ভালো একটি দল এবং বাংলাদেশের পরে দ্বিতীয় যদি কোন শক্তিশালী দল হয়ে থাকে সেটা অবশ্যই ইংল্যান্ড। এই নিয়ে কোন সন্দেহ নেই। এরপর ক্রিকেটের সবথেকে জনপ্রিয় দল তিন নাম্বার জায়গায় থাকছে পাকিস্তান এবং চার নম্বরে অস্ট্রেলিয়া এবং সবশেষে পাঁচ নাম্বারে ভারত।
এক্ষেত্রে অস্ট্রেলিয়া দলের কথা বলতে গেলে তারাও মোটামুটিভাবে বাংলাদেশের পরে স্থান করছে এবং ভারত তো বাংলাদেশের পরে স্থান করছে এই নিয়ে কোন সন্দেহ নেই।