আর্থিক অবস্থা মোটামুটি ভাল থাকবে। আয় ভাল হবে, ব্যয় একটু বেশি থাকবে। বাড়িঘরের সংস্কার কিংবা নতুন সম্পত্তি কেনার ব্যাপারে বেশ কিছু ব্যয় হবে, তবুও লাভবান হবেন। শরীর তেমন ভাল থাকবে না। পেটের গোলমাল, সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন। বছরের প্রথম ভাগে শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা আছে, তবে তা বড় আকার ধারণ করবে না।
লেখাপড়ায় মন বসবে না। পরীক্ষার ফল ভাল না-ও হতে পারে। অতিরিক্ত স্বার্থপরতা ও রূঢ় আচরণের ফলে ভাইবোনেদের মনে বিরক্তি সৃষ্টি হতে পারে। তাদের স্বাস্থ্য খারাপ যাবে না। নিজের কথার দোষে বন্ধুরা দূরে সরে যেতে পারে, তবে তাদের দ্বারা কোনও অনিষ্ট হবে না। পিতা-মাতার, বিশেষত পিতার শারীরিক ক্লেশভোগের যোগ প্রবল।
তাঁদের কাছ থেকে আনুকুল্য লাভের আশা কম। সন্তানভাব শুভ। তাদের লেখাপড়া ও পরীক্ষার ফল ভাল হবে। তাদের আচরণ মন্দ হবে না। অবিবাহিতের বিবাহযোগ প্রবল। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ও উদ্বেগ দেখা দিতে পারে। তাঁর সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলা দরকার। কর্মক্ষেত্রে শত্রুরা ক্ষতির চেষ্টা করবে, কিছু সফলও হবে, তবে বেশি ক্ষতি করবে পারবে না। কারণ, শত্রুজয়ী যোগ আছে। ধর্মাচরণে ব্রতী হলে অনেক সুফল পাওয়া যাবে। হতাশা ও অস্থির বুদ্ধি ক্ষতির কারণ হতে পারে।
সম্পর্ক ৩/৫সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভাল হবে।
পরিবার ২/৫পরিবারের সব সদস্যের সঙ্গে সারা বছরই আনন্দে কাটবে। তবে সন্তানদের নিয়ে একটু চিন্তা বাড়তে পারে।
সম্পদ ৩/৫বছরের প্রথম দিকে আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে। কিন্তু নিজের বুদ্ধি দিয়ে তা মিটিয়ে ফেলতে সক্ষম হবেন।
পেশা ২/৫জীবিকার জন্য বাইরে যেতে হতে পারে। চাকরির স্থানে অশান্তি থেকে একটু দূরে থাকুন।
[…] বৃষ রাশি […]