বাংলাদেশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন লিটন কুমার দাশ। তবে, সেই ইনজুরি গুরুতর না জানিয়েছেন দলের ফিজিও এস এম জাহিদুল ইসলাম।“গতকাল বল লিটনের গ্লাভসের অরক্ষিত অংশে লাগে তাই ব্যথার কারণে তার মাঠ ছাড়তে হয়েছিলো। আমরা তার হাত ও কব্জির স্ক্যান করিয়েছি।
তিনি বলেন, ‘ভাগ্যক্রমে তার কব্জির অংশে কোনো হাড় ভাঙ্গা বা ফ্র্যাকচার নেই। আমরা তার শারীরিক যত্ন নিয়ে সচেতন এবং আশা করছি সে পরবর্তী ম্যাচ থেকেই আবার খেলতে পারবে”-জানিয়েছেন জাহিদুল।
খুলনা টাইগার্সের দেওয়া ২১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে শফিকুল ইসলামের বাউন্সে ডান হাতের কব্জিতে আঘাত পান লিটন। সেই আঘাতের পর আর একটি বলও খেলতে পারেননি তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের এই ওপেনারের মাঠ ছাড়ার সময় দেখে মনে হয়েছিলো গুরুতর ইনজুরি।
মঙ্গলবার লিটন খেলতে না পারলেও তার দল ম্যাচ জিতেই মাঠ ছাড়েছে। ১০ বল হাতে রেখেই ৭ উইকেটে ২১১ রান তাড়া করে ম্যাচ জিতে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটনের দল টেবিলের তৃতীয় স্থানে আছে।