৩১ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রানবন্যার ম্যাচে খুলনা টাইগার্সে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২১০ রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারেই টপকে যায় কুমিল্লা। যদিও ব্যাটিং ইনিংসে শুরুতে ধাক্কা খেয়েছিল তারা। প্রথম বলে চার মেরে শুরু করা লিটন দাস ২য় বলেই হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন।
পরে আর ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তার অভাব অবশ্য বুঝতে দেননি মোহাম্মদ রিজওয়ান, জনসন চার্লসরা। তবে লিটনের ইনজুরির আপডেট কি তা জানতে উদগ্রীব হয়ে ছিল ভক্ত-সমর্থকরা।
ম্যাচ শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস জানিয়েছিলেন টেনশনের কিছু নেই।
আজ কুমিল্লার ফিজিও এস এম জাহিদুল ইসলাম জানান রিস্ট ও হাতে স্ক্যান করা হয়েছে। সেখানে কোন বোন কনটিউশন বা ফ্র্যাকচার পাওয়া যায়নি ৫ম মেটাকার্পাল বা রিস্ট এরিয়াতে।
লিটন দাস যে একজন দুর্দান্ত ক্রিকেটার সেই নিয়ে কোন সন্দেহ নেই তবে এখনো পর্যন্ত তিনি আইপিএল সেই ভাবে খেলার সুযোগ পাননি এটা একটা বড় প্রশ্ন হতে পারে কেন তিনি সুযোগ পাচ্ছেন না এই নিয়ে সমস্যা তৈরি হয়েছে।।
তার সেরে ওঠাতে নজর আছে উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়েছে আগামী ম্যাচেই লিটনের সার্ভিস পেতে আশাবাদী তারা।