১২ বছর পরে পবনপুত্র হনুমানের জন্মদিনে তৈরি হচ্ছে গুরু আদিত্যযোগ ৷ চৈত্র পূর্ণিমায় দুর্দান্ত সংযোগ তৈরি হতে চলেছে।শনি, মঙ্গল ও রাহু-কেতুর সামাঞ্জস্যের ফলে হনুমানের পুজো বিশেষ গুরুত্ব নিয়ে আসতে চলেছে ৷ পবনপুত্রের আবির্ভাবের প্রায় ১২ বছর পরে গুরু আদিত্য সংযোগ তৈরি হয়েছে ৷ তবে হনুমান জয়ন্তীতে তুমুল শুভ হতে চলেছে ৷সাধারণ কলিযুগে হনুমান রক্ষা করেছেন ৷ ধর্মীয় বিশ্বাস অনুসারে অঞ্জনির গর্ভ থেকে জন্ম হয়েছিল হনুমানের ৷৬ এপ্রিল সকাল ১০.৪-এ শেষ হয়েছে পূর্ণিমা ৷ এর ফলে চার রাশির জীবন রীতিমতো বদলাতে চলেছে।
মঙ্গল, শনি, রাহু, কেতু কুষ্ঠিতে বিপরীত অবস্থায় থাকলে সমস্যা সৃষ্টি হতে পারে ৷ মহাদশা, অন্তর্দশা হলে পবনপুত্র হনুমানের কৃপায় জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হতে পারে ৷ হনুমানের কৃপায় শনি, মঙ্গল, রাহু ও কেতুর অশুভ প্রভাব দূর হবে ৷ এরফলে চার রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত বড় খবর আসতে চলেছে ৷পবনপুত্রের স্তোত্র পাঠ পাঠ করলে বিশেষ পুজো করলে জীবন আরও সুন্দর হবে ৷ হনুমান হলেন শিবের একাদশতম অবতার ৷হনুমানের পুজোতে জীবন অত্যন্ত সুন্দর হতে পারে ৷ তিনি পরাক্রমশালী, অঞ্জনিপুত্র সন্তুষ্ট হতে পারেন ৷
রামায়ণ, রামচরিত মানস, সুন্দরকাণ্ড, হনুমান চল্লিশা, বজরঙ্গবাণ, হনুমান বাহুক পাঠ করলে জীবন অত্যন্ত সুন্দর হবে ৷ এই শুভ সংযোগ বিরাট এক প্রভাব আনতে চলেছে জাতক-জাতিকাদের জীবনে ৷ বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ভাল ফল নিয়ে আসবে ৷ বাড়বে আয়, উন্নতিও হবে সমান তালে ৷
কন্যা রাশির জাতক-জাতিকারা দেখবেন লাভের মুখ ৷ ভাগ্য থাকবে এক্কেবারে সহায় ৷ আয় বাড়বে স্বাস্থ্যও ভাল থাকবে ৷বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সহায়তা পাবেন অত্যন্ত ৷ তুমুল শক্তিশালী হতে চলেছে জীবনের নানান সমস্যা হবে ৷ মকর রাশির জাতক-জাতিকাদের জন্য গুরু আদিত্য সংযোগ বিরাট এক মুহূর্ত তৈরি হতে চলেছে ৷
কুম্ভ রাশির জাতক-জাতিকারা অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন ৷ বাড়বে ব্যাঙ্ক ব্যালান্স, ব্যাঙ্ক ও ঋণ সংক্রান্ত সমস্যার থেকে এবার মুক্তি পাবেন ৷বিয়ের দেখাশোনা হতে পারে অবিবাহিতদের জন্য ৷ ভাল সম্বন্ধ এবার খুঁজে পাবেন ৷