কালের নিয়মে স্থান পরিবর্তন করে সমস্ত গ্রহ, নক্ষত্র। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে এই পরিবর্তনকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রাচীন জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী, এই পরিবর্তনে প্রভাব পড়ে পৃথিবীর সমস্ত মানুষের উপর।গত ৩১ মার্চ ২০২৩ তারিখে মেষ রাশিতে গমন করেছেন বুধ। এর আগে বুধ অবস্থান করছিলেন মীন রাশিতে। বুধ গ্রহকে রাজকুমার হিসেবে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্রে। বুধ হলেন একই সঙ্গে বুদ্ধি, ধন-সম্পদ ও ব্যবসার অধিপতি। কারও জন্মকুণ্ডলীতে বুধ অনুকূল অবস্থানে থাকলে জাতক বা জাতিকা জীবনের প্রায় সব ক্ষেত্রেই সাফল্য লাভ করতে পারেন।
জাতক-জাতিকার যুক্তিবাদ ও বুদ্ধিমত্তা প্রখর হয়ে থাকে। কিন্তু বুধ যদি ক্ষতিকর কোনও গ্রহের সংস্পর্শে আসেন, তাহলে তা নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে জাতক-জাতিকার জীবনে।বুধ মেষ রাশিতে প্রবেশ করার আগে থেকেই সেখানে অবস্থান করছেন শুক্র ও রাহু। ফলে আগামী বেশ কয়েক দিন বুধ, শুক্র ও রাহুর ত্রহ্যস্পর্শ সমস্ত রাশিকেই প্রভাবিত করবে। এর মধ্যে বুধের এই গোচর কোনও কোনও রাশির জাতক-জাতিকাকে শুভ ফল দেবে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জীবনে সমৃদ্ধি আসতে চলেছে—
- মেষ: বুধের মেষ রাশিতে গোচরের ফলে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ প্রভাব পড়তে চলেছে। এই রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠবে। অর্থ লাভ হবে। ইচ্ছে মতো চাকরি পাওয়া যেতে পারে। আটকে থাকা কাজ শেষ করা যাবে।
কর্কট: বুধের গোচর এই রাশির জাতক-জাতিকার জন্যও শুভ হতে চলেছে। জীবনের দুশ্চিন্তা কমবে, সম্পদ লাভ হবে। সব কাজে সাফল্য আসবে। সন্তানের তরফে সুখবর আসতে পারে। তবে স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো সমস্যা হতে পারে।
- সিংহ: আর্থিক অবস্থার উন্নতি হবে। সমস্ত কাজে ভাগ্যের সমর্থন পাওয়া যাবে। জাতক-জাতিকার ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। সমাজসেবায় যুক্ত হওয়া যেতে পারে। নিজের কথায় সকলকে মুগ্ধ করা যাবে। উচ্চশিক্ষার্থে বিদেশ গমন সম্ভব।
মকর: চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পর্কেরও উন্নতি হবে। এসময় বিনিয়োগ করে ভাল ফল পেতে পারেন মকর রাশির জাতক-জাতিকারা।
কুম্ভ: এই রাশির জাতক-জাতিকা শক্তিশালী হয়ে উঠবেন। ব্যবসায় লাভ বাড়বে। সমস্ত কাজেই ভাগ্যের সমর্থন মিলবে। আয় বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা। বিনিয়োগের জন্য ভাল সময়।