মাত্র ১৮ বছরের আফগানিস্তানের নুর আহমেদের অবিশ্বাস্য বোলিং-এ ধরাশায়ী সুর্যকুমার: ভিডিও

তার বয়স মাত্র ১৮ বছর কিন্তু খেলার সুযোগ পেয়েছেন বিশ্বের সবথেকে নামি এবং দামি ক্রিকেট লিগ আইপিএল-এ। যেখানে আগে থেকেই নাম কামিয়েছে আফগানিস্তানের বেশ কিছু ক্রিকেটার সেখানে এবার নিজের ট্যালেন্ট তুলে ধরতে এসেছিলেন মাত্র 18 বছর বয়সী নূর আহমেদ। আগের বেশ কয়েকটি ম্যাচে একটু আধটু ছাপ তিনি ছেড়ে ছিলেন যে তার মধ্যে প্রতিভা আছে তবে এই ম্যাচে পুরোপুরি ভাবে উন্মুক্ত করলেন তার ট্যালেন্ট।

রানের পাহাড় তৈরি করেছিল আজকের ম্যাচের গুজরাট, যেখানে তারা ২০৭ রান করে প্রথমে ব্যাট করে, ৩৪ বলে ৫৬ করে শুভমান গিল তাছাড়া নিচের দিকে ডেভিড মিলার তেওয়াতিয়ারা মিলে ২০৭ পর্যন্ত নিয়ে যায়। এই রানের জবাবে ব্যাট করতে নেমে ধরাশায়ী অবস্থায় মুম্বাই যার অন্যতম কারণ নূর আহমেদ।

দুর্দান্ত বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাণ এবং সবথেকে খতরনাক ব্যাটসম্যান সূর্য কুমার যাদব কে তিনি আউট করে দেন শুধু তাই নয় সূর্য কুমার যাদবের এই উইকেটটি নেওয়ার জন্য তিনি নিজে একটি দুর্দান্ত ক্যাচ পর্যন্ত নিয়েছেন।দেখুন ভিডিও :

সব মিলিয়ে এই ম্যাচে জয়লাভ করেছে গুজরাটের দল তবে নিজের প্রতিভা দেখিয়ে ক্রিকেট মহলে যথেষ্ট চর্চিত আফগানিস্তানের এই তরুণ বোলার।