বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে ২০২৩ সালে একাধিক গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। তারই মধ্যে অন্যতম হল মঙ্গলের রাশি পরিবর্তন। মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন। মঙ্গলের এই গোচন ২০২৩ সালের নতুন বছরে শুভ ফল দিতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র মতে মঙ্গলদেব ২০২৩ সালের ১৩ জানুয়ারি বৃষ রাশিতে মার্গী হতে চলেছেন। সাহস ও পরাক্রমের কারক হলেন মঙ্গল দেব। এই মঙ্গল দেবের সোজা চলনকেই মার্গী তলন বলা হয়। আর তার ফলে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে বহু রাশির জাতক জাতিকারা দারুনভাবে লাভবান হবেন। দেখে নেওয়া যাক সেই সমস্ত লাভবান রাশির তালিকা।
বৃষ-মঙ্গলদেব মার্গী হতেই বৃষ রাশিতে একাধিক লাভ দেখা যেতে শুরু করবে। সবচেয়ে বেশি লাভবান হবেন এই রাশির জাতক জাতিকারা। মঙ্গল মার্গী হতেই বহু ধরনের ইচ্ছা পূরণ হবে এই রাশির। কোথাও যাত্রা করার যোগ তৈরি হবে। ব্যবসায়ে হবে লাভ। ভাইবোনের সহযোগিতা হবে।
সিংহ-মঙ্গলের মার্গী হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে লাভ পাবেন। কর্মস্থলে আপনারই প্রশংসা হবে। উচ্চাধিকারীদের সহযোগিতা মিলবে। পরিশ্রমের পুরো ফল পাবেন। লক্ষ্য পূরণ হবে। চাকরি যাঁরা করছেন তাঁদের উন্নতি হবে।
বৃশ্চিক- মঙ্গলের মার্গী গতি লাভকারী প্রমাণিত হতে পারে। এই সময় যদি আপনি নিজের রোজগারে বদল আনতে চান, তাহলে সফল হবেন। কেরিয়ারে উন্নতি হবে। আর্থিক দিক থেকে লাভ পাবেন। বিনিয়োগ থেকে পাবেন লাভ।
- ধনু- ধনু রাশির জন্য মঙ্গলের মার্গী দশা অত্যন্ত শুভ হতে চলেছে। ব্যবসায়ে আসবে গতি। রোজগার বাড়বে। পেতে পারেন সুখবর। দায়িত্ব বাড়বে। দাম্পত্য, প্রেমে আসবে বিপুল সুখ।
মীন- মঙ্গলগ্রহের মার্গী চাল আপনার জীবনে ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। আপনার সাহস যেমন বৃদ্ধি পাবে, তেমনই আপনার পরাক্রমেও আসবে অপার বৃদ্ধি। কেরিয়ারে বড় উত্থান আসতে পারে। ভালো কাজের ফল পাবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে পারে।