সামনেই রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ তবে সেই বিশ্বকাপের আগে ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের দল ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকার সফর এবং তারপর ভারতে একটা ছোট সিরিজ আর তারপরেই বিশ্বকাপ এই তিনটি টুর্নামেন্টের একটিই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। কিন্তু বিড়ম্বরায় করেছে অস্ট্রেলিয়ার দল যেখানে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই চোটে রীতিমত ছিটকে গেল অস্ট্রেলিয়ার নাম্বার ওয়ান ব্যাটসম্যান এবং দুই বোলার। তাই দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক করা হয়েছে মিচেল মার্শকে।
ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক। এছাড়া অ্যাশেজ সিরিজে ইনজুরিতে পড়া নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও খেলতে পারছেন না টি-টোয়েন্টি। সে কারণেই মার্শের বাহুতেই তুলে দেওয়া হলো অস্ট্রেলিয়া দলের টি-টোয়েন্টি ও ওয়ানডের আর্মব্যান্ড। আজ শুক্রবার (১৮ আগস্ট, ২০২৩) দক্ষিণ আফ্রিকার সফরের চূড়ান্ত টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথের পরিবর্তে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অ্যাস্টন টার্নার। আর ওয়ানডে সিরিজের দলে স্মিথের পরিবর্তে মার্নাস ল্যাবুশেন ও স্টার্কের পরিবর্তে স্পেন্সার জনসন সুযোগ পেয়েছেন।
টি-টোয়েন্টিতে না থাকলেও ওয়ানডে দলে আছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স।আশা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সফরের শেষ দিকে তিনি খেলতে পারবেন।স্মিথ বাম হাতের কব্জির সমস্যায় ভুগছেন। সেটা থেকে সেরে উঠতে চার সপ্তাহ সময় লাগবে তার। আর যুক্তরাজ্য সফর থেকে ফেরার পর থেকেই কুঁচকির সমস্যায় ভুগছেন স্টার্ক। তবে বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষের সিরিজে স্মিথ ও স্টার্ক দুজনেই খেলতে পারবেন। এই সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখেই তাদের দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। যাতে করে দ্রুত সেরে উঠতে পারেন তারা।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি এ বিষয়ে বলেছেন, ‘আসলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অ্যাশেজ সিরিজ ও আইসিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলোয়াড়দের ওপর মাত্রাতিরিক্ত চাপ দিয়ে ফেলেছে। সে কারণে বিশ্বকাপের দল প্রস্তুত করতে আমরা রক্ষণশীল পন্থা অবলম্বন করেছি।’দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে। এই দুটি সিরিজ ৩০ আগস্ট শুরু হয়ে চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড:মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, অ্যারন হার্ডি, ত্রাভিস হেড, জশ ইঙ্গলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়েনিস, অ্যাশটন টার্নার ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ত্রাভিস হেড, জশ ইঙ্গলিস, স্পেন্সার জনসন, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, মার্কাস স্টয়েনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।