ভারতের মাটিতে হতে চলেছে এবারে ৫০ ওভারের বিশ্বকাপ। অন্য যে কোন বিশ্বকাপের থেকে এই বিশ্বকাপে আরো অনেক বেশি লড়াই দেখা যাবে এই বিষয়টা পরিষ্কার কারণ প্রত্যেকটি দল নিজেদের প্রস্তুতি চরমে নিয়ে গেছে, কোন দল এক ইঞ্চি জায়গাও ছেড়ে কথা বলবে না অন্তত এই বিষয়টা পরিষ্কার।ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ নিয়ে চারদিকে সমানে চলছে আলোচনা। তাতে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটাররাও। এবার দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স জানালেন বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের নাম।
বেশ কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ডি ভিলিয়ার্স, তবে মাঝেমধ্যে তাকে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লীগ গুলিতে দেখা যায়। নিজের সময়ের ত্রাস ছিলেন তিনি। ভারতের মাটিতে হতে চলা ৫০ ওভারের বিশ্বকাপে কোন চারটি দল সেমিফাইনাল খেলতে পারে তার একটা ধারণা দিয়েছেন ডি ভিলিয়ার্স। ডি ভিলিয়ার্স তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছেন। সেখানেই তিনি তার পছন্দের চার দলের নাম বলেছেন, যারা বিশ্বকাপের শেষ চারে খেলতে পারে। দলগুলোর মধ্যে তিনটিই উপমহাদেশের বাইরে। বাকি একটি উপমহাদেশ থেকে বেছে নিয়েছেন।
সাবেক এই হার্ডহিটার ব্যাটসম্যানের পছন্দের চার দল হলো – অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারত। কন্ডিশন বিবেচনায় প্রথম তিনটি দল বেছে নেওয়া যদিও ঝুঁকিপূর্ণ, তাও ভিলিয়ার্স বাজি ধরেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি দুটি উপমহাদেশের বাইরের দল বেছে নিয়েছি, যেটি খুবই ঝুঁকিপূর্ণ। তাও আমি এটাতেই অনড় থাকবো।’ এই চার দলের মধ্যে কে হবে চ্যাম্পিয়ন, সেটা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন ভিলিয়ার্স। তবে তিনি বিশেষ করে বলেন যে যেহেতু ভারতের মাটিতে খেলা হচ্ছে সুতরাং উপমহাদেশে এই মুহূর্তে সবথেকে শক্তিশালী দলগুলির মধ্যে ভারত এবং বাংলাদেশ অবশ্যই সবার থেকে এগিয়ে থাকবে।।
সেখানে বাকি তিন দল বাদ দিয়ে তিনি রেখেছেন স্বাগতিক ভারতকে। দক্ষিণ আফ্রিকার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি, ‘আমরা খুব ভালো একটা দল পেয়েছি। কিছুটা অনভিজ্ঞ কিন্তু খুব ভালো একটা দল। আমি জানি রব ওয়াল্টার (কোচ) দেখেশুনেই ঠিক করছেন।’এবারের আসর শুরু হবে অক্টোবরে এবং শেষ হবে নভেম্বরের শেষের দিকে। যেখানে মোট ১০টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টটি ৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।
তবে বাংলাদেশ যে এই বিশ্বকাপে নজর কাড়বে সবার এই বিষয়টি ও পরিষ্কার তার কারণ যে ধরনের ফর্মে বাংলাদেশ দল রয়েছে তাতে যেকোনো দলকে হারিয়ে দেওয়ার মত ক্ষমতা বাংলাদেশের টাইগাররা রাখে। তাই ডি ভিলিয়ার্সের চারটি দলের মধ্যে বাংলাদেশ না থাকলেও বাস্তবের ট্রফি যে বাংলাদেশের হাতে উঠতে পারে সেই বিষয়টা খুব ভালোভাবেই জানে ক্রিকেট বিশেষজ্ঞ মহল।