তৃতীয় ম্যাচে অনবদ্য ইনিংস দিয়ে শচিনের ঐতিহাসিক রেকর্ড ভেঙে ইতিহাস বাবর আজমের !

আফগানিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যে দুটি ম্যাচে জয়লাভ করেছে পাকিস্তানের দল। প্রথম ম্যাচটা একদম সহজে জিতলেও দ্বিতীয় ম্যাচে রীতিমতো কঠোর একটা লড়াই দেখতে পাওয়া যায়। কোন রকমে সেই ম্যাচে জয়লাভ করে পাকিস্তানের দল একদম শেষ ওভারের পঞ্চম বলে গিয়ে এক উইকেটের বিনিময়ে, যদিও তার সত্বেও বাবর আজমে ব্যাটিংয়ের কোন পরিবর্তন হয়নি একের পর এক ম্যাচে তিনি অনবদ্য ব্যাটিং করেছেন এবং শেষ ম্যাচে আবারো দুর্দান্ত ব্যাটিং করতে দেখা গেল বাবর আজমকে।

পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে, প্রথমে ব্যাট করতে আছে পাকিস্তানের দল এবং পাকিস্তানের খুব বেশিক্ষণ ব্যাট করতে পারেননি তাড়াতাড়ি তাদেরকে আউট হয়ে ফিরে যেতে হয়। ৩৩ বলে ২৭ রান করে ফিরে যায় ফখর জামান এবং ৩০ বলে ১৩ রান করে ফিরে যায় ইমাম উল হক। পাকিস্তানের হয়ে তিন নম্বরে ব্যাট করতে আসা বাবর আজম এর পরে হাল ধরেন এবং প্রথমে কিছুটা হালকা খেলেও ধীরে ধীরে তিনি রান বের করা শুরু করেন এবং পাকিস্তানকে ধীরে সুস্থে একটি শক্তিশালী পজিশনে তিনি নিয়ে আসেন। আর তারই দুরন্ত পার্টনারশিপে তাকে যোগ্য সঙ্গ দেন মহম্মদ রিজওয়ান।

মোহাম্মদ রিজওয়ান এর সাথে সেঞ্চুরি পার্টনারশিপ করে ফেলেন বাবর আজম, যেখানে ৫০ রানের মাথায় দুটি উইকেট হারিয়ে রীতিমতো চাপের মধ্যে ছিল পাকিস্তানের দল সেই জায়গা থেকে দলকে একটি শক্তিশালী পজিশনে নিয়ে আসে বাবর আজম, দলের রান তখন ১৬২, যেখানে দলকে তিনি কঠিন মুহূর্ত থেকে বের করে নিয়ে এসেছেন সেই জায়গায় গিয়ে তিনি আউট হয়ে যান ৬০ রানে। রিজওয়ান এর সাথে তার এই পার্টনারশিপ পাকিস্তান দলকে অনেক বেশি শক্তিশালী পজিশনে নিয়ে আসে এবং ব্যক্তিগত ৭৯ রানের স্কোরে মোহাম্মদ রিজওয়ান।

এরপরে আগা সালমান এবং মোঃ নাবাজের দুরন্ত ব্যাটিংয়ে পাকিস্তানের দল ২৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় এবং ২৬৮ রান পর্যন্ত পৌঁছে যায়। এইরান পর্যন্ত পৌঁছানো আফগানিস্তানের কাছে একটা কঠিন ব্যাপার ছিলই আবার গোদের উপর বিষফোঁড়া হয়ে যায় যখন আফগানিস্তানের নাম্বার ওয়ান ব্যাটসম্যান রহমান উল্লাহ গুরবাজ প্রথমেই আউট হয়ে যায়। তাকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন ফাহিম আশরাফ।

তারপরে আর খুব বেশি বলার অপেক্ষা রাখে না। গুড়বাজ আউট হবার সাথেই ধস নামে আফগানিস্তানের ব্যাটিংয়ে, ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান নাম্বার ৩ এর ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান।