পাকিস্তান ক্রিকেট বর্তমানে চরম বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে, ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে পরাজিত হয়ে এক লজ্জার নজির গড়েছে বাবর আজমের দল।। পাকিস্তানের ব্যাটসম্যানরা যাতে রান করতে পারে সেই জন্য একদমই জঘন্য ধরনের ব্যাটিং পিচ বানিয়েছিল পাকিস্তান, কিন্তু তার সত্বেও পরাজিত হতে হয়েছে বাবর আজমদের। আর এই বিষয়কে কেন্দ্র করে পাকিস্তানি জনতা চরম ক্ষুব্ধ বাবর আজমের উপরে।
চলতি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ নন মোটেও। বরং বাবর আজম বরাবরের মতো ধারাবাকিহতা বজায় রেখেছেন চলতি পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজেও। তবে তার পারফরমেন্স কোন ইম্প্যাক্ট ফেলতে পারছে না, ৬৫০ রানের ম্যাচে বাবরের ১০০ রান আদৌ কতটা এফেক্ট ফেলে? তবে দলের জয়ের জন্য হাপিত্যেশ করে থাকা পাক সমর্থকরা এতটাই অধৈর্য হয়ে পড়েন যে, সাময়িক ব্যর্থতায় বাবরকে বিদ্রুপ করতেও পিছপা হাননি তাঁরা।মুলতান টেস্টের শেষ ইনিংসে জয়ের জন্য ৩৫৫ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান।
প্রথম ইনিংসে দলের হয়ে সব থেকে বেশি ৭৫ রান করা বাবর আজম দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করে আউট হন। সমর্থকরা আশা করেছিলেন বাবর ব্যাট হাতে দলকে জয়ের পথে টেনে নিয়ে যাবেন। তবে সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি পাক দলনায়ক।দরকারের সময় ব্যাট হাতে জ্বলে উঠতে না পারায় বাবরকে টিটকিরি শুনতে হয় গ্যালারির। দেখুন ভিডিও :
আউট হয়ে সাজঘরে ফেরার সময় বাবরকে ‘জিম্বাবর’ বলে আওয়াজ দেওয়া হয়। এমনকি দর্শকরা তাঁকে ‘কিং না ঘণ্টা’ বলেও বিদ্রুপ করেন।
ঘরের মাঠে এভাবে দর্শকদের বিদ্রুপের মুখে পড়তে হবে বাবর আজমের মতো সুপারস্টারকে, সেটা ভাবা নিতান্ত কঠিন। তবে এটা স্পষ্ট যে, ধৈর্যের বাঁধ ভাঙছে পাক সমর্থকদের।