স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ। আগের দুই ম্যাচের মতো নিয়মরক্ষার ম্যাচেও টস জিতেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করেছে। এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো ভারতকে কোনো সিরিজে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়বে বাংলাদেশ।
হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশ একাদশে এনেছে জোড়া পরিবর্তন। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন পেসার তাসকিন আহমেদ। তাকে জায়গা ছেড়ে দিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। এছাড়া নাজমুল হোসেন শান্তর জায়গায় সুযোগ পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী।
লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন চৌধুরী।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।