ঐতিহাসিক: বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় জয় দিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ!

মীরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। শুধু নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসেই নয়, বরং গত ৮৯ বছরের সার্বিক টেস্ট ইতিহাসে সব থেকে বড় ব্যবধানে ম্যাচ জিতলেন লিটন দাসরা। ১৯৩৪ সালের পর থেকে বিশ্বের আর কোনও দল এত বেশি রানের ব্যবধানে টেস্ট ম্যাচ জেতেনি।মীরপুট টেস্টে জয়ের জন্য আফগানিস্তানের সামনে ৬৬২ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় বাংলাদেশ। শেষ ইনিংসে আফগানিস্তান হাল ছাড়ে মাত্র ১১৫ রানে

সুতরাং ৫৪৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ।উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে বাংলাদেশ কখনও ২৫০ রানের ব্যবধানেও টেস্ট জেতেনি। এতদিন রানের নিরিখে বাংলাদেশের বৃহত্তম টেস্ট জয় ছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেই জয়টি এসেছিল প্রায় দু’দশক আগে। ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবোয়েকে ২২৬ রানে হারিয়েছিল তারা। এবার আফগানদের বিধ্বস্ত করে টেস্ট ক্রিকেটের সার্বিক ইতিহাসে তৃতীয় বৃহত্তম জয়ের রেকর্ড গড়েন লিটনরা।টেস্টের ইতিহাসে সব থেকে বড় ব্যবধানে জয়ের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের।

তারা ১৯২৮ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারায় ৬৭৫ রানের ব্যবধানে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার নাম। তারা ১৯৩৪ সালে ওভালে ইংল্যান্ডকে হারায় ৫৬২ রানে। সম্মানজনক এই তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নেয় বাংলাদেশের এই দাপুটে জয়।

টেস্টের ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়:-১. ইংল্যান্ড ১৯২৮ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারায় ৬৭৫ রানে।২. অস্ট্রেলিয়া ১৯৩৪ সালে ওভালে ইংল্যান্ডকে হারায় ৫৬২ রানে।৩. বাংলাদেশ ২০২৩ সালে মীরপুরে আফগানিস্তানকে হারায় ৫৪৬ রানে।৪. অস্ট্রেলিয়া ১৯১১ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকাকে হারায় ৫৩০ রানে।৫. দক্ষিণ আফ্রিকা ২০১৮ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়াকে হারায় ৪৯২ রানে।

টেস্টে ৫০০ বা তারও বেশি রানে জয়ের নজির রয়েছে আরও একটি। ১৯১১ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকাকে ৫৩০ রানে পরাজিত করে অস্ট্রেলিয়া। বাংলাদেশ ১১২ বছর আগে গড়া অস্ট্রেলিয়ার সেই রেকর্ড ভেঙে দেয়।