সামনে রয়েছে এশিয়া কাপ এবং তার পরেই রয়েছে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে এশিয়ার সমস্ত দলগুলো এশিয়া কাপে যে দল তৈরি করেছে তার সমস্তটাই বলা চলে বিশ্বকাপে খেলানো হবে এরকম দল আর বাংলাদেশও তার থেকে ভিন্ন কিছু নয়। বাংলাদেশের যে এশিয়া কাপের দল তৈরি হয়েছে এটা আশা করা যায় যে এই দলই ভবিষ্যতে বিশ্বকাপ খেলতে চলেছে এবং সমস্ত ক্রিকেটারদের ফর্ম এশিয়া কাপে যেমন থাকবে সেই অনুযায়ী বিশ্বকাপে তাদের ব্যবহার করা হবে। কিন্তু এখানেই বলা চলে রীতিমত এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের নাম্বার ওয়ান বোলার।
হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে কথা বলা হচ্ছে বাংলাদেশের তরুণ বোলার ইবাদত হোসেনকে নিয়ে। বাংলাদেশের নাম্বার ওয়ান বোলার তিনি বটেন কিনা সেই নিয়ে তর্ক আলোচনা হতেই পারে তবে এই মুহূর্তে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হল চোটের কারণে এশিয়া কাপে খেলা নিয়ে শঙ্কায় পড়েছেন পেসার ইবাদত হোসেন। ইবাদত খেলতে না পারলে তাঁর জায়গায় সুযোগ হতে পারে খালেদ আহমেদ অথবা তানজিম হাসান সাকিবের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিষয়টি আজ জানিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে চোটে পড়েন ইবাদতও। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান।
যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তাঁকে রাখা হয়নি।এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলে ইবাদতকে দলে রাখা হলেও এই পেসার এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ‘ ইবাদতকে নিয়ে শঙ্কা আছে। কাল ফিজিওর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। তবে ইবাদত না গেলে তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে এশিয়া কাপে নেওয়া হবে।’
খালেদ গত কয়েক দিন ধরেই এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করছেন। তানজিম আগে থেকেই এশিয়া কাপের স্ট্যান্ড বাই তালিকায় ছিলেন। ইবাদত না খেললে শেষ পর্যন্ত নির্বাচকেরা কাকে বেছে নেন, সেটাই দেখার বিষয়।
সব মিলিয়ে ইবাদত যদি বাংলাদেশ দল থেকে ছিটকে যায় সে ক্ষেত্রে এশিয়া কাপে যে বাংলাদেশের দল কিছুটা হলেও দুর্বল হবে এই বিষয়টা পরিষ্কার।