সিলেটে বিপিএলের ম্যাচ আরও বেশি দেওয়া যায় কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘দেওয়া যাবে না কেন? অবশ্যই দেওয়া যায়।
আগে যতগুলো খেলা দেখেছি ঘরোয়া, বিপিএলসহ, এরকম উৎসাহ-উদ্দীপনা আগে কখনো দেখিনি। একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের দর্শকরা মাঠে আসে কেন- তারা কয়েকটা কারণে আসে, একটা তো হচ্ছে অবশ্যই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট হতে হবে।’
বিপিএল সেরার সেরা
এবারের বিপিএলে দর্শকদের উপস্থিতি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আপনাদের একটা উদাহরণ বলতে পারি, ঢাকায় বরিশাল ও সিলেটের শেষ ম্যাচ ছিল দুপুর বেলায় ওয়ার্কিং ডেতে। আমার জীবনে আমি বিপিএলে লিগ পর্বের খেলায় ঢাকায় এরকম দর্শক দেখিনি।’
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো উৎসাহ-উদ্দীপনা আগে কখনো দেখেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (৩০ জানুয়ারি) সিলেট স্টেডিয়াম পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন তিনি।